রফিকুল ইসলাম (রাব্বি) : পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) প্ল্যাটফর্ম পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির আসন্ন এজিএম হাইব্রিড পদ্ধতির পরিবর্তে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।
পর্যালোচনায় দেখা যায়, কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করায় এই সুবিধা পাবে। তবে এজিএমের প্ল্যাটফর্ম ব্যতীত অন্যান্য কার্যক্রম অপরিবর্তিত থাকবে।
জানা গেছে , আগামী ৩১ মার্চ সকাল ১১টায় কোম্পানিটির ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) হাইব্রিড সিস্টেমের পরিবর্তে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিলো গত ৬ মার্চ।
গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ৫৫.৪০ টাকা থেকে ৮৮.৯০ টাকা। গতকাল সমাপনী দর ছিল ৬০.০০ টাকা, আজাকের ওপেনিং ছিল ৫৯.২০ টাকা, আজকের দর উঠানামা হয়েছে ৫৮.৩০ টাকা থেকে ৬০.৯০ টাকা এবং শেষ সমাপনী ছিল ৫৮.৭০ টাকার মধ্যে। ১৯৯৫ সালে পুঁজিবাজারের তালিকাভূক্ত বিমা খাতের কোম্পানি রিলায়েন্স ইন্সু্যূরেন্স বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।


