রফিকুল ইসলাম (রাব্বি) : পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের উদ্যোক্তা ১০ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে , এডিএন টেলিকমের উদ্যোক্তা মামুনুর রশিদ তার হাতে থাকা ১৩ লাখ ৫ হাজার শেয়ারের মধ্যে ১০ লাখ শেয়ার তার পুত্র এবং কন্যার মাঝে উপহার হিসেবে হস্তান্তর করবেন।
ঘোষণা অনুযায়ী, তার ছেলে আহনাফ রাফিদ ৬ লাখ এবং তার মেয়ে আয়েশা আমেনা নুহা ৪ লাখ শেয়ার গ্রহণ করবেন এবং শেয়ার গ্রহীতা আয়েশা এবং আহনাফ উভয়ই এডিএন টেলিকমের সাধারণ নিয়োগকারী। আগামী ৩০ এপ্রিলের মধ্যে ঘোষিত শেয়ার ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাহিরে তারা হস্তান্তর সম্পন্ন করবেন।
গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ৯১.০০ টাকা থেকে ১৭০.৮০ টাকা। ২৫-৩-২০২৪ ওপেনিং দর ছিল ১২১.৯০ টাকা এবং ঐ দিনে দর উঠানামা হয়েছে ১১৫.০০ টাকা থেকে ১২১.৯০ টাকার মধ্যে। ২০১৯ সালে পুঁজিবাজারের তালিকাভূক্ত এডিএন টেলিকম কোম্পানি বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।