রফিকুল ইসলাম (রাব্বি) : পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি এমারেল্ড অয়েলের বোর্ড সভা আগামী (২৮ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ এ দ্বিতীয় প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।
গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ৩০.১০ টাকা থেকে ১৮৮.৮০ টাকা। গতকাল সমাপনী দর ছিল ৬৯.২০ টাকা, আজকের ওপেনিং দর ছিল ৬৯.৯০ টাকা এবং এই রিপোর্ট লেখা পর্যন্ত আজকের দর উঠানামা হয়েছে ৬৫.৮০ টাকা থেকে ৭১.০০ টাকার মধ্যে। ২০১৪ সালে পুঁজিবাজারের তালিকাভূক্ত এমারেল্ড অয়েল লিমিটেড বর্তমানে বি ক্যাটাগরিতে অবস্থান করছে।


