রফিকুল ইসলাম (রাব্বি): সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০১ প্রতিষ্ঠানের মধ্যে ৩০৫টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২০ মার্চ) ডিএসইতে শাইনপুকুরের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।
গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ২৬.৬০ টাকা থেকে ৪৭.৩০ টাকা। গতাকল সমাপনী দর ছিল ৩২.০০ টাকা, আজকের ওপেনিং দর ছিল ৩২.৬০ টাকা, আজকের শেষ সমাপনী দর ছিল ৩২.২০ টাকা এবং আজকের দর উঠানামা হয়েছে ৩২.৬০ টাকা থেকে ৩৫.২০ টাকার মধ্যে। ২০০৮ সালে পুঁজিবাজারের তালিকাভূক্ত কোম্পানি শাইনপুকুর সিরামিক বর্তমানে বি ক্যাটাগরিতে অবস্থান করছে।


