October 8, 2024 - 10:34 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদ৬ মাস আগে দুলামিয়া কটন বন্ধ পেয়েছে ডিএইসি প্রকাশ করেছে আজ

৬ মাস আগে দুলামিয়া কটন বন্ধ পেয়েছে ডিএইসি প্রকাশ করেছে আজ

spot_img

রফিকুল ইসলাম (রাব্বি) : ডিএইসি একটি টিম ২৪-৯-২০২৩ তারিখে দুলামিয়া কটন ফ্যাক্টরি ভিজিট করতে গিয়ে তা বন্ধ পায়। ফ্যাক্টরি বন্ধ থাকায় তারা ভিতরে প্রবেশ করতে পারেনি। আজ ২০-৩-২০২৪ ডিএইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রায় ৬ মাসের ও বেশি সময় আগে ফ্যাক্টরি ভিজিট করে ডিএইসি ফলাফল প্রকাশ করেছে আজ। ফলে দুলামিয়া কটনের শেয়ার প্রাইজ নিয়ে গত ৬ মাস কারসাজি করার সুয়োগ করেছে ডিএইসি, এমনটাই প্রতীয়মান বাজার বিশ্লেষকদের মতে।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ৫২.৬০ টাকা থেকে ৭৬.৭০ টাকা। গতাকল সমাপনী দর ছিল ৬৭.০০ টাকা, আজকের ওপেনিং দর ছিল ৬৯.৮০ টাকা এবং আজকের দর উঠানামা হয়েছে ৬৭.২০ টাকা থেকে ৭৩.১০ টাকার মধ্যে। ১৯৮৯ সালে পুঁজিবাজারের তালিকাভূক্ত কোম্পানি দুলামিয়া কটন স্পিনিং মিলস বর্তমানে জেড ক্যাটাগরিতে অবস্থান করছে।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ