October 25, 2024 - 9:35 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeশেয়ার বাজার২৩ শতাংশ দর কমেছে কর্ণফুলী ইন্স্যুরেন্সের

২৩ শতাংশ দর কমেছে কর্ণফুলী ইন্স্যুরেন্সের

spot_img

রফিকুল ইসলাম (রাব্বি): গত সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভূক্ত কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর কমেছে ২৩ দশমিক ১ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৩৫ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসেবে যা ছিল ৭ কোটি ১০ লাখ ১০ হাজার টাকা। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

পর্যালোচনায় দেখা যায়, ১০ মার্চ কোম্পানিটির শেয়ার দর ছিল ৫৬ টাকা ৯০ পয়সা। বৃহস্পতিবার এ দর নেমে দাঁড়িয়েছে ৪৪ টাকা ৫০ পয়সায়। গত এক বছরে শেয়ারটির দর ২৭ টাকা ৭০ পয়সা থেকে ৬৪ টাকা ৩০ পয়সার মধ্যে।

তথ্য অনুসারে, ২০২৩ সমাপ্ত বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৬১ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ১৫ পয়সা।

জানা যায়, মার্চ ২০২৩ এ প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০ টাকা ৬৩ পয়সা, জুন ২০২৩ এ দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ০ টাকা ৪৪ পয়সা এবং কোম্পানির প্রথম ৬ মাসে ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৭০ পয়সা। সেপ্টেম্বর ২০২৩ এ তৃতীয় প্রান্তিকে ইপিএস ছিল ০ টাকা ৩৭ পয়সা এবং প্রথম ৯ মাসে ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৪৩ পয়সা। ২০২২ ইপিএস ছিল ১ টাকা ৮৬ পয়সা, ২০২১ সালে ২ টাকা ৩৭ পয়সা, ২০২০ সালে ১ টাকা ৫৭ পয়সা, ২০১৯ সালে ১ টাকা ১০ পয়সা ও ২০১৮ সালে ইপিএস ছিল ১ টাকা ৩১ পয়সা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তথ্য অনুযায়ী, কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২২ সালে ২০ টাকা ৭২ পয়সা, ২০২১ সালে ২০ টাকা ১৯ পয়সা, ২০২০ সালে ১৮ টাকা ৮২ পয়সা, ২০১৯ সালে ১৮ টাকা ২২ পয়সা ও ২০১৮ সালে ছিল ১৮ টাকা ৫৮ পয়সা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২২ সালে ১০ শতাংশ নগদ, ২০২১ সালে ১২ শতাংশ নগদ, ২০২০ সালে ১০ শতাংশ নগদ, ২০১৯ সালে ১০ শতাংশ নগদ, ২০১৮ সালে ৬ শতাংশ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে। কোম্পানিটি ২০২৩ সালে কোন লভ্যাংশ দেয়নি।

৩১-১২-২০২২ সমাপ্ত বছরের সর্বশেষ তথ্য মোতাবেক কোম্পানির রির্জাভে রয়েছে ৪০ কোটি ৮০ লাখ টাকা। ডিএসিতে কোম্পানির স্বল্প মেয়াদী লোন, দীর্ঘ মেয়াদী লোন ও ক্রেডিট-রেটিং এর কোন তথ্য দেওয়া নেই।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ৬০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৯৫ এ তালিকভূক্ত হয়। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমাণ ৪৪ কোটি ৮৭ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৪৮ লাখ ৭৬ হাজার ১১৪ টাকা।

ডিএসই‘র তথ্য অনুযায়ী, ৩১-১-২০২৪ ইং তারিখে উদ্যোক্তা-পরিচালকের হাতে রয়েছে ৩০.৮৫ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৪.৩৫ শতাংশ শেয়ার এবং বাকি ৫৪.৮০ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ২৭.৭০ টাকা থেকে ৬৪.৩০ টাকা। ১৪-৩-২০২৪ এ দর উঠানামা হয়েছে ৪৪.৩০ টাকা থেকে ৫০.২০ টাকার মধ্যে, সমাপনী দর ছিল ৪৯.২০ টাকা, ওপেনিং দর ছিল ৪৯.৫০ টাকা এবং শেষ সমাপনী দর ছিল ৪৪.৫০ টাকা। ১৯৯৫ সালে পুঁজিবাজারের তালিকাভূক্ত কোম্পানি কর্ণফুলী ইন্স্যুরেন্স বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

সাউথইস্ট ব্যাংক ‘ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন’ এর ওপর দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি. গত ২৪ শে অক্টোবর “ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন-(এফভিএস)” শীর্ষক দিনব্যাপী একটি হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর মাননীয়...

নোয়াখালীতে মাদরাসা থেকে ফেরার পথে নসিমন চাপায় ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় নসিমন চাপায় এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের কালিরহাট টু...

আরএকে সিরামিকসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ...

মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পরিবর্তে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আর্থিক ও...