March 15, 2025 - 11:52 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসম্পাদকীয়বাজেটে ভ্যাট প্রস্তাব প্রত্যাহার, আগামী নির্বাচনের ইউটার্ন ক্ষমতাশীন দলের

বাজেটে ভ্যাট প্রস্তাব প্রত্যাহার, আগামী নির্বাচনের ইউটার্ন ক্ষমতাশীন দলের

spot_img

পার্লামেন্টে দেয়া ভাষণে ১৫% ভ্যাটের প্রস্তাব স্থগিত রাখতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাজেটে ভ্যাট ও শুল্ক বিষয়ক দুটি প্রস্তাব নিয়ে বিস্তর সমালোচনার পর এ ইস্যুতে পুরো ইউটার্ন নিয়েছে সরকার।বাজেটের উপর আলোচনার শেষ দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রীকে বলেছেন, শতকরা পনেরো টাকা হারে ভ্যাট আদায়ের আইনটি বাস্তবায়ন আরো অন্তত দুবছরের জন্য স্থগিত করতে এবং ব্যাংক আমানতের উপর আবগারী শুল্ক আরো অনেক কমিয়ে দিতে। এই দুটি শুল্ক প্রস্তাব নিয়ে বাজেট ঘোষণার পরদিন থেকেই তোপের মুখে আছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এমনকি তিনি নিজ দলের সংসদ সদস্যদেরও বিস্তর সমালোচনার মুখে পড়েন। যদিও বিশেষ করে ভ্যাট আইন বাস্তবায়ন নিয়ে অনড় ছিলেন অর্থমন্ত্রী।
কিন্তু প্রায় এক মাস ধরে টানা সমালোচনার প্রেক্ষাপটে আজ বাজেট আলোচনার সমাপনি দিনে শেখ হাসিনা অর্থমন্ত্রীকে আরো অন্তত দু বছরের জন্য ভ্যাট আইন বাস্তবায়ন থেকে পিছু হঠার পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্য দেয়ার সময়ে এ ব্যাপারে পিছু হঠার জন্য ব্যবসায়ীদের অনীহার কারণটি উল্লেখ করেন। অর্থমন্ত্রীকে তিনি এই পরামর্শ দেবার সময় সংসদ সদস্যদের টেবিল চাপড়ে উল্লাস প্রকাশ করতে দেখা যায়। প্রধানমন্ত্রীর তার পরামশ্যে ব্যাংকঋণের আমানতের আবগারী শুল্কেও ব্যাপক সংস্কার আনার পরামর্শ দেন।

এই আমানতের উপর আবগারী শুল্কের প্রস্তাব নিয়ে একটি অভিযোগকে ঘিরে গত এক মাস সবচাইতে বেশী সমালোচনা সইতে হয়েছে অর্থমন্ত্রীকে। বাজেটের প্রস্তাবের পর এমনব্য্যখ্যাও এসেছে যে নতুন আবগারী শুল্কের হার অনুযায়ী যেসব মধ্যবিত্ত সামান্য লভ্যাংশ্যের আশায় এক লাখ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করত, আবগারি শুল্ক কর্তনের পর তারা হয়তো বছর শেষে পুরো এক লাখ টাকাও হাতে পাবে না। কিন্তু প্রধানমন্ত্রী তার বক্তব্যে ব্যাখ্যা করে বলেন, অর্থমন্ত্রী বরঞ্চ এক্ষেত্রে মানুষের দুর্ভোগ কমিয়েছেন, আগে কুড়ি হাজার টাকার বেশী থাকলেই আবগারি শুল্ক দিতে হতো, কিন্তু নতুন প্রস্তাবে এক লাখ পর্যন্ত শুল্ক না দেয়ার প্রস্তাব ছিল। কিন্তু এখন যেহেতু সমালোচনা হচ্ছে, সেই এক লাখ ও তদূর্দ্ধ পরিমান আমানতেরও আবগারী শুল্ক আরো ব্যাপক হারে কমানোর এবং তিনটি স্তরে বিভক্ত করে পুননির্ধারণ করবার প্রস্তাব করেন শেখ হাসিনা। প্রস্তাব অনুযায়ী ১ লাখ টাকা পর্যন্ত আমানতে আবগারি শুল্ক দিতে হবে না। ১ লাখ ১ টাকা থেকে ৫ লাখ পর্যন্ত: ১৫০ টাকা আবগারি শুল্ক (পূর্বের প্রস্তাব ছিল ৫০০ টাকা) এবং ৫ লাখ ১ টাকা থেকে ১০ লাখ পর্যন্ত: ৫০০ টাকা (পূর্বের প্রস্তাব ৮শ টাকা।)

যদিও এগুলো সংসদ নেতার প্রস্তাব, কিন্তু রেওয়াজ অনুযায়ী সংসদে বাজেট নিয়ে আলোচনার সবশেষে প্রধানমন্ত্রী যে আলোচনা করেন এবং প্রস্তাবগুলো করেন সেটাকে অর্থমন্ত্রী সংশোধিত প্রস্তাবে অন্তভূক্ত করেন এবং চূড়ান্ত বাজেট হিসেবে সেটাই পাশ হয়।
তবে এটা নি:সন্দেহে বলা যায়, পাশ হতে যাওয়া বাজেটটিতে ব্যাবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করা হলো।এছাড়া আবগারী শুল্কের সিদ্ধান্তও জনগণ সানন্দে গ্রহণ করবে যা আগামী নির্বাচনের জন্য ক্ষমতাশীন দলের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন সচেতন মহল। 

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

আবরার হত্যা: আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের রায় রোববার

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা আগামীকাল রোববার (১৬ মার্চ)। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান...

ফিতরা কী? এর হিসাব কীভাবে করা হয়?

অনলাইন ডেস্ক : মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ‘সদকাতুল ফিতর’, যার অর্থ হচ্ছে ‘ঈদ-উল-ফিতরের সদকা’। বাংলাদেশে এটি ‘ফিতরা’ হিসেব...

নোয়াখালীতে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানি, গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ১৫তম ব্যাচের ছাত্রীকে (২১) সিএনজি চালিত অটোরিকশাতে চোখে রাসায়নিক দ্রব্য লাগিয়ে হেনস্তা ও শ্লীলতাহানি করে ছিনতাইয়ের ঘটনায়...

তৃতীয় বিয়ে নিয়ে যা বললেন আমির খান

বিনোদন ডেস্ক : বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' খ্যাত অভিনেতা আমির খান। জীবনের ৫৯ টি বসন্ত পার করে পা দিলেন ৬০ এ ‘রাজা হিন্দুস্থানি’ এই তারকা। জন্মদিনে...

১৭৯১ জনকে নিয়োগ দেবে খাদ্য অধিদপ্তর

খাদ্য অধিদফতরে ২৫টি শূন্য পদে ১ হাজার ৭৯১ জনকে নিয়োগ দেওয়া হবে। পুনর্নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী ৮ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হবে।...

২৬৬ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। প্রতিষ্ঠানটি ৬ ক্যাটাগরির পদে ১৭ ও ২০তম গ্রেডে মোট ২৬৬ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে...

স্বাক্ষর জাল করে বোনকে ফ্ল্যাট দেন টিউলিপ

অনলাইন ডেস্ক : গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিকর বিরুদ্ধে এবার সম্পত্তি হস্তান্তরে জাল স্বাক্ষর ব্যবহারের অভিযোগ তুলেছে...

ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন আজ

কর্পোরেট সংবাদ ডেস্ক : দেশের সকল শিশুর সুস্বাস্থ্য নিশ্চিতকরণের লক্ষ্যে আজ শনিবার (১৫ মার্চ) ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু হবে। এর আওতায় প্রায় ২...