রফিকুল ইসলাম (রাব্বি)। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাতুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের এনএভি ও ইপিএস বেড়েছে। কোম্পানির দ্বিতীয় প্রান্তিকে বোর্ড সভা বুধবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত হয়। উক্ত বোর্ড সভায় অন্যান্য বিষয়ের সাথে কোম্পানির দ্বিতীয় আর্থিক প্রতিবেদন অনুমোদন দেয়া হয়েছে। কোম্পানির সূত্রে এই তথ্য পাওয়া যায়।
দ্বিতীয় প্রান্তিক পর্যালোচনায় দেখা যায় যে, কোম্পানির নেট সম্পদ মূল্য (এনএভি) বেড়েছে। অর্থাৎ এই সময়ে আগের বছরের তুলনায় ডিসেম্বর ২০২৩ এ কোম্পানির এনএভি বেড়ে হয়েছে ১৪ টাকা ৫৩ পয়সা, যা জুন ২০২৩ এ ছিল ১৪ টাকা ৩২ পয়সা।
ডিসেম্বর ২০২৩ এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ১ টাকা ৭ পয়সা, যা ডিসেম্বর ২০২২ এ ছিল ১ টাকা ০৩ পয়সা। এবং অক্টোবর-ডিসেম্বর ২০২৩ এ ইপিএস হয়েছে ০ টাকা ৪১ পয়সা, যা অক্টোবর-ডিসেম্বর ২০২২ এ ছিল ০ টাকা ৪০ পয়সা। ডিসেম্বর-২০২৩ এ কোম্পানির শেয়ার প্রতি নেট নগদ প্রবাহ কমেছে০ টাকা ৩৮ পয়সা, যা ডিসেম্বর ২০২২ এ ছিল ০ টাকা ৪০ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী কোম্পানিটির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হলো ২০২৩ সালে ১৪ টাকা ৩২ পয়সা, ২০২২ সালে ১৪ টাকা ২২ পয়সা, ২০২১ সালে ১৩ টাকা ১০ পয়সা, ২০২০ সালে ১২ টাকা ৬৬ পয়সা, ২০১৯ সালে ১২ টাকা ৬৬ পয়সা।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে ১০ শতাংশ নগদ, ২০২২ সালে ১০ শতাংশ নগদ, ২০২১ সালে ১০ শতাংশ নগদ, ২০২০ সালে ১০ শতাংশ নগদ, ২০১৯ সালে ১৪ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
পর্যবেক্ষনে দেখা যায় কোম্পানিটি ১০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক একচেঞ্জে ১৯৯৪ সালে তালিকভূক্ত হয়। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ২০ কোটি ৩৬ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২ কোটি ৩ লাখ ৫৯ হাজার ৭৬০ টাকা। তাদের মধ্যে উদ্যোক্তা-পরিচালকের হাতে রয়েছে ৪০.৪১ শতাংশ শেয়ার। প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১১.০১ শতাংশ শেয়ার। বাকি ৪৮.২৯ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে।
গত এক বছরে কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ২৫১.৬০ টাকা থেকে ৫৪৬.০০ টাকায়। গতকাল কোম্পানির দর উঠানামা হয়েছে ৫১৭.০০ টাকা থেকে ৫৩৯.০০ টাকার মধ্যে। পুঁজিবাজারে তালিকাভূক্ত ওরিয়ন ইনফিউশন লিমিটেড কোম্পানিটি ১৯৯৪ সালে পুঁজিবাজরে তালিকাভূক্ত হয়ে বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থা করেছে।