পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৩১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে লেনদেন। তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৩টি কোম্পানির ৩২ কোটি ৫৯ লক্ষ ২১ হাজার ৫৫২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৯৭৯ কোটি ৭১ লক্ষ ৩৯ হাজার ৬২৭ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৩.১২ পয়েন্ট বেড়ে ৬১৫৩.৩৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৭.১৬ পয়েন্ট কমে ২১০৩.৯৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহসূচক (ডিএসইএস) ২.৪৪ পয়েন্ট কমে ১৩৫১.৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৫টির, কমেছে ২০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: খুলনা প্রিন্টিং, মালেক স্পিনিং, বিডি থাই, ইভিন্স টেক্সটাইল, ফু-ওয়াংফুড, আইএফআইসি ব্যাংক, আফতাব আটো মোবাইলস, ওরিয়ন ইনফিউশন, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিঃ ফাঃ, ফার ক্যামিকল, সিকদার ইন্স্যুরেন্স, খুলনা প্রিন্টিং, আফতাব অটো মোবাইলস, ইভিন্স টেক্সটাইল, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, মালেক স্পিনিং, সায়হাম কটন ও সায়হাম টেক্সটাইল।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: জিএসপি ফাইন্যান্স, জেএমআই সিরিঞ্জ, বিডি ফাইন্যান্স, কে এন্ড কিউ, ইমাম বাটন, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ইস্কয়ার নিট, হামিদ ফেব্রিকস, স্ট্যান্ডার্ড সিরামিক ও স্যালভো ক্যামিকেল।
আজ ডিএসই’র বাজার মূলধন:-৭৫১৭৩৪১২০৩৩৭০.০০।