পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভূক্ত ২১ প্রতিষ্ঠানের বোর্ড সভা আজ রোববার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। সভায় প্রতিষ্ঠানগুলো চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। লঙ্কাবাংলা সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো-এএমসিএল-প্রাণ, বিকন ফার্মা, ইবনে সিনা, রংপুর ফাউন্ড্রি, মীর আখতার হোসেন, বিডি সার্ভিস, আরগন ডেনিম, ইভিন্স টেক্সটাইল-েইটিএল, অ্যাপেক্স ট্যানারী, মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা ওয়েল, বেঙ্গল উইন্ডশোর, ঝিলবাংলা সুগার, অলিম্পিক অ্যাক্সেসরিজ, সমরিতা হাসপাতাল, আজিজ পাইপস, রেনউউক যজেনশ্বর, আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ও আইসিবি এমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড।