পুঁজিবাজার ডেস্ক: সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শুরু হয়েছে। ‘এন’ ক্যাটাগরিতে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়। এর ট্রেডিং কোড ‘এসআইসিএল’। কোম্পানি কোড ‘২৫৭৫৮’।
এর আগে বিএসইসির ৮৮২তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।
তথ্য অনুযায়ী, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ইন্স্যুরেন্সটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২ কোটি ৭৯ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ কোটি ৩২ লাখ টাকা। আলোচ্য সময়ে ইন্স্যুরেন্সটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯৭ পয়সা। তবে আইপিও-পরবর্তী ইন্স্যুরেন্সটির ইপিএস হবে ৭০ পয়সা।
এদিকে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সিকদার ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৩৭ পয়সা, আইপিও-পরবর্তী যা হবে ২২ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৩ শেষে আইপিও-পূর্ববর্তী নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৯০ পয়সায়, আইপিও-পরবর্তী পরিশোধিত শেয়ার বিবেচনায় যা হবে ২১ টাকা ৯৪ পয়সা।