পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৬টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে বিবিএস ক্যাবলস লিমিটেডের।
আজ সোমবার ২২ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে জানা যায়, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ২ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কুইন সাউথ টেক্সটাইলের শেয়ার দর কমেছে ৭ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ।
আর ৩ টাকা বা ১০ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এস এস স্টিল, তাল্লু স্পিনিং, ভিএফএস থ্রেড ডাইং, নিউ লাইন ক্লোথিংস, ফরচুন, এস্কয়ার নিট এবং ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড।