পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে লেনদেনও। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৪১টি কোম্পানির ১৮ কোটি ৭৪ লক্ষ ৪০ হাজার ৫২০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫২১ কোটি ৮৪ লক্ষ ৭৬ হাজার ৫৯৪ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৯.৮৬ পয়েন্ট বেড়ে ৬২৬১.০৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১.৬৬ পয়েন্ট বেড়ে ২০৯৯.২১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহসূচক (ডিএসইএস) ৩.৯১ পয়েন্ট বেড়ে ১৩৬৬.৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮০টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:-ওরিয়ন ইনফিউশন, সেন্ট্রাল ফার্মা, সী পার্ল বীচ, অলিম্পিক এক্সেসোরিজ, প্যাসিফিক ডেনিমস, ইভিন্স টেক্সটাইল, খুলনা প্রিন্টিং, ইন্দোবাংলা ফার্মা, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ও এক্সপ্রেস ইন্স্যুরেন্স।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: সেন্ট্রাল ফার্মা, খুলনা পিন্টিং, স্ট্যান্ডার্ড সিরামিক, প্রাইম ফাইন্যান্স ফার্স্টমিঃফাঃ, আনলিমা ইয়ার্ন, সিএপিএম আইবিবিএল মিঃফাঃ, গোল্ডেন জুবিলী মিঃফাঃ, ওরিয়ন ইনফিউশন, এসকে ট্রিমস ও বিডি থাই।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:-ডেল্টা স্পিনিং, জাহিন টেক্সটাইল, এফএএস ফাইন্যান্স, জাহিন স্পিনিং, ইন্টারন্যাশনাল লিজিং, জেনারেশন নেক্সট, জিল বাংলা সুগার মিল, এম্বী ফার্মা, জুট স্পিনিং ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স।
আজ ডিএসই’র বাজার মূলধন:-৭৭৪০৫৫০৬২৪২৫৭.০০।