সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় যমুনা নদীর একটি ড্রেজার থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়নের পাড়ামোহনপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম হাফিজুল ইসলাম হাফিজ (৩০)। তিনি শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের বাঐখোলা গ্রামের বাসিন্দা এবং কমল মুন্সীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদীর আড়কান্দি ও পাড়ামোহনপুরসহ আশপাশের এলাকায় তীর সংরক্ষণ বাঁধসংলগ্ন স্থানে নিয়ম বহির্ভূতভাবে বালু উত্তোলন ও ব্যবসা পরিচালিত হয়ে আসছিল। হাফিজুল ইসলাম হাফিজ ওই কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।
রবিবার রাতে তিনি একটি ড্রেজারের বাল্কহেডের ইঞ্জিন অংশে চার সহযোগীর সঙ্গে ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে তার মৃত্যুর বিষয়টি জানাজানি হলে এনায়েতপুর থানা পুলিশ ও চৌহালী নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নৌ-পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


