December 21, 2025 - 10:00 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশসিংগাইরে টাকার বিনিময়ে আ.লীগ নেতা মুক্তির অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

সিংগাইরে টাকার বিনিময়ে আ.লীগ নেতা মুক্তির অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

spot_img

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানের সময় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের পর অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক উপ-পরিদর্শকের বিরুদ্ধে। অভিযোগের তীর সিংগাইর থানার অধীন শান্তিপুর (বাঘুলি) পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আরবিকুল ইসলামের দিকে।

যাকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে তিনি মো. আজাহার উদ্দিন খান (৬২)। তিনি চান্দহর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও বাঘুলি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার আগে বাঘুলি বাজারের আজাহার মার্কেটসংলগ্ন পারভীনের পিঠার দোকান থেকে এসআই আরবিকুল ইসলাম আজাহার উদ্দিনকে আটক করেন। পরে তাকে একটি গাড়িতে তুলে বিভিন্ন স্থানে ঘোরানো হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জামির্তা চকে দেন-দরবার শেষে তার ছেলের মাধ্যমে দুই লাখ টাকা গ্রহণ করে তাকে ছেড়ে দেওয়া হয়—এমন অভিযোগ স্থানীয়দের।

গ্রেপ্তারের বিষয়টি প্রত্যক্ষদর্শী হিসেবে বখতিয়ার হোসেন, আহাম্মেদ খান, তৈয়বুর রহমান, শহিদুল ইসলাম ও আব্দুর রহমান নিশ্চিত করেছেন। তবে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার ঘটনায় স্থানীয় মশিউর রহমান নাহিদ, মালেক মোল্লা, ফয়েজ, বাসেত ও রবিউল ইসলাম ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

এ বিষয়ে মো. আজাহার উদ্দিন খানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অভিযোগ অস্বীকার করে এসআই আরবিকুল ইসলাম বলেন, তিনি কাউকে গ্রেপ্তার কিংবা ছেড়ে দেননি।

শান্তিপুর (বাঘুলি) পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. আতিকুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, “এ ধরনের ঘটনা ঘটার কথা নয়। অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) ফাহিম আসজাদ জানান, “এখনো বিষয়টি অবগত নই। যাচাই-বাছাই করে দেখা হবে।”

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

জাতীয় কবি পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ওসমান হাদি

কপোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন। শনিবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে...

হাদি চিরদিন বাংলাদেশের মানুষের বুকের ভেতর থাকবে: প্রধান উপদেষ্টা

কপোরেট সংবাদ ডেস্ক : শহীদ শরিফ ওসমান হাদির বিদায় নয়, বরং তাঁর স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার করতেই মানুষ আজ একত্র হয়েছে—এমন মন্তব্য করেছেন...

ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

অনলাইন ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বাংলাদেশের কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসারে দ্রুত ও নিরপেক্ষ...

হাদির জানাজায় অংশ নিতে মানুষের ঢল

কপোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে মানুষের ঢল নেমেছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শনিবার (২০ ডিসেম্বর)...

ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক

কপোরেট সংবাদ ডেস্ক: জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির সাহসী যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন...

হাদিকে হত্যার প্রচেষ্টা : আগামী নির্বাচন

এম. গোলাম মোস্তফা ভুইয়া।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরেরদিন রাজধানীতে প্রকাশ্যে দিবালোকে গুলি করা হলো ভোটে সম্ভাব্য প্রার্থী, ইনকিলাম মঞ্চের মুখপাত্র শরিফ...

নোয়াখালীতে গাড়ির গ্যারেজে ঝুলছিল চালকের মরদেহ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে গ্যারেজ থেকে এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা...

সিরাজগঞ্জ–৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ–৫ (বেলকুচি–চৌহালী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলী আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার দুপুরে বেলকুচি...