January 11, 2026 - 5:02 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে বাংলাদেশের সিরিজ জয়

ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে বাংলাদেশের সিরিজ জয়

spot_img

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে তৃতীয় ওয়ানডেতে ১৭৯ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। এই দাপুটে জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিল মেহেদী হাসান মিরাজের দল। এর মধ্য দিয়ে দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল টাইগাররা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ২৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩০.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১১৭ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে সৌম্য সরকার (৯১) ও সাইফ হাসানের (৮০) ১৭৬ রানের রেকর্ড গড়া জুটির ওপর ভর করে বাংলাদেশ ২৯৬ রানের বড় পুঁজি গড়েছিল।

টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ইনিংসের শুরুটা করেন সৌম্য-সাইফ জুটি। তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে উইন্ডিজ বোলাররা দিশেহারা হয়ে পড়ে। প্রায় ১০ বছর পর মিরপুরে দেখা যায় দেড়শোর্ধ্ব ওপেনিং জুটি। সাইফ হাসান আউট হন ৭২ বলে ৮০ রান করে, আর সৌম্য সরকার সেঞ্চুরি বঞ্চিত হয়ে ৮৬ বলে ৯১ রান করে বিদায় নেন।

দুই ওপেনারের বিদায়ের পর রানের গতি কিছুটা কমলেও, নুরুল হাসান সোহান (৮ বলে ১৬) এবং মেহেদী হাসান মিরাজ (১৭ বলে ১৭) শেষদিকে ব্যাট চালিয়ে দলের সংগ্রহ ২৯৬ রানে পৌঁছে দেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আকিল হোসেন সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন।

২৯৭ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পণ করে ওয়েস্ট ইন্ডিজ। নাসুম আহমেদ একাই উইন্ডিজের টপ অর্ডারের আলিক আথানাজে, ব্রেন্ডন কিং এবং আকিম আগুস্তেকে ফিরিয়ে দিয়ে প্রথম ধাক্কা দেন। মাত্র ৩৫ রানেই ৩ উইকেট হারায় সফরকারীরা।

অধিনায়ক শাই হোপের (৪ রান) উইকেট নেন তানভীর ইসলাম। এরপর রিশাদ হোসেন ৩ উইকেট এবং নাসুম আহমেদ ৩ উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে ধস নামান। রিশাদের শিকার শেরফান রাদারফোর্ড ও রোস্টন চেসের মতো ব্যাটাররা।

শেষদিকে জাস্টিন গ্রেইভস ১৫ রান ও আকিল হোসেন ২৭ রানের ইনিংস খেলে পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টা করলেও, মিরাজ ও তানভীরের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।

বাংলাদেশের হয়ে রিশাদ ও নাসুম ৩টি করে এবং মিরাজ ও তানভীর ২টি করে উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১১৭ রানে গুটিয়ে দিয়ে বাংলাদেশ ১৭৯ রানের বিশাল জয় নিশ্চিত করে সিরিজ নিজেদের করে নেয়।

এর আগে ২০২৩ সালের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এর দেড় বছর পর আবারও সিরিজ ট্রফি হাতে তুলল টাইগাররা। ওপেনারদের আগ্রাসী ব্যাটিং ও স্পিনারদের বিধ্বংসী বোলিংসব মিলিয়ে মিরপুরে ছিল একদমই একতরফা বাংলাদেশি আধিপত্য।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ইন্টারনেটের গতি বাড়িয়ে বিটিসিএলের নতুন প্যাকেজ ঘোষণা

কর্পোরেট সংবাদ ডেস্ক : গ্রাহকদের উন্নত ডিজিটাল সেবা নিশ্চিত করতে মাসিক মূল্য অপরিবর্তিত রেখে সকল বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ পর্যন্ত গতি বাড়ানোর ঘোষণা...

সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহারের নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সব সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহার এবং এ সংক্রান্ত ব্যানার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের জন্য সংশ্লিষ্টদের...

ইন্দো-বাংলা ফার্মার পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড পর্ষদ সভা আগামী ১৫ জানুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে,...

সরকারি-বেসরকারি কলেজে ২০২৬ সালের ছুটি তালিকা প্রকাশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: ২০২৬ সালের সরকারি-বেসরকারি কলেজে ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। চলতি বছরে কলেজগুলো মোট ৭২ দিন বন্ধ থাকবে। ২০২৫ সালে এ...

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি কিশোরী নিহত

কর্পোরেট সংবাদ ডেস্ক : মিয়ানমারের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষের সময় ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে এক কিশোরী নিহত হয়েছেন।রোববার (১১ জানুয়ারি) সকালে ৬৪-বিজিবির অধিনায়ক লে....

ইসিতে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে দ্বিতীয় দিনের আপিল শুনানি চলছে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকাল...

আবারও বাড়লো স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার...

যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের আহ্বান প্রত্যাখ্যান গ্রিনল্যান্ডের রাজনৈতিক নেতাদের

ইমা এলিস, নিউ ইয়র্ক: গ্রিনল্যান্ডের রাজনৈতিক দলগুলোর নেতারা শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার আহ্বান স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন। অ্যাসোসিয়েটেড প্রেসের বরাতে জানানো হয়, শুক্রবার...