January 20, 2026 - 2:17 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশব্যক্তিগত দ্বন্দে জড়ালেন তিন নির্বাচন কর্মকর্তা!

ব্যক্তিগত দ্বন্দে জড়ালেন তিন নির্বাচন কর্মকর্তা!

spot_img

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: চাকরী জীবনের রেশারেশি থেকে ব্যক্তিগত দ্বন্দে জড়িয়ে পড়েছেন ঝিনাইদহের সাবেক ও বর্তমান তিন নির্বাচন কর্মকর্তা। জীবনহানীর আশংকা থেকে এ নিয়ে হয়েছে থানায় জিডি। নির্বাচন কর্মকর্তাদের এই দ্বন্দে অফিস পাড়া ও নির্বাচন কমিশনে রীতিমত হৈচৈ পড়ে গেছে। ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান এ ঘটনায় জেলার সাবেক নির্বাচন কর্মকর্তা মোঃ আঃ ছালেক ও কুষ্টিয়ার কুমারখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেনের বিরুদ্ধে মঙ্গলবার রাতে ঝিনাইদহ সদর থানায় জিডি করেছেন।

জিডি সুত্রে জানা গেছে, ঝিনাইদহ সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ রোকনুজ্জামান গত ২১ সেপ্টম্ব ঝিনাইদহে যেগদান করে শহরের কাঞ্চননগর পাড়ায় নতুন বাড়ি নির্মান কাজে হাত দেন। তিনি এর আগেও ঝিনাইদহ জেলার দায়িত্বে ছিলেন এবং তখন এই জমি ক্রয় করেন। বাড়ির কাজ শুরুর পর থেকে প্রতিবেশি ও কুমারখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন এবং আরেক প্রতিবেশি আব্দুল কুদ্দুস জোয়রদার পেশি শক্তি খাটিয়ে কাজ বন্ধ করে দেন। এ সময় ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান মুঠোফোনে খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ নিজামুদ্দীন মোল্ল্যা ও অতিরিক্ত ডিআইজি মোঃ ইকবাল হোসেনের সাহায্য প্রার্থনা করলে ঝিনাইদহ সদর থানা পুলিশ নির্মান কাজ চালু রাখতে সহায়তা করেন। জিডিতে উল্লেখ করা হয় পুলিশী হস্তক্ষেপের বিষয়টি আলমগীর ও কুদ্দুস জোয়ার্দ্দার ভালভাবে না নিয়ে তারা হেনস্থা করার জন্য একের পর এক ঝিনাইদহ পৌরসভায় অভিযোগ করতে থাকেন। ফলে একই জমি সার্ভেয়ার দিয়ে পাঁচবার মাপজোখ করা হয়। গত ৭ নভেম্বর নির্মান শ্রমিকরা লাইট জ্বালিয়ে ছাদে কাজ করার সময় বৈদুৎতিক লাইনের তারে স্পর্শ করে দুইজন শ্রমিক আহত হন। দুই শ্রমিক আহত নিয়ে আলমগীর হোসেন, আব্দুল কুদ্দুস জোয়াদ্দার ও তার মেয়ে সুলতানা উপস্থিত জনতাকে উস্কে দেন এবং প্রচার করেন দুইজন শ্রমিক মারা গেছেন। এ সময় ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। জিডিতে দাবী করা হয় দুই নির্মান শ্রমিক আহত ও পরিবর্তিত পরিস্থিতি উস্কে দিতে এ ঘটনার সঙ্গে যোগ দেন ঝিনাইদহ থেকে মদ্য বদলী হওয়া জেলা নির্বাচন অফিসার মোঃ আঃ ছালেক।

ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, গত দেড় মাস আগে কর্তৃপক্ষ আমাকে উপযুক্ত বিবেচনা করে এই জেলায় পদায়ন করেছেন। কিন্তু আঃ ছালেক কোনভাবেই মানতে পারছে না। তাই তিনি ক্রমাগত ভাবে নির্বাচন কমিশনসহ একাধিক স্থানে আমাকে নিয়ে কুৎসা রুটনাসহ ঝিনাইদহ থেকে তাড়ানোর অন্যায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তিনি আরো বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অফিসে প্রতিদিনই রাত ৮/৯ টা পর্যন্ত কাজ করতে হচ্ছে। এ কারণে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। কুমারখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, ঝালকাঠি জেলা নির্বাচন কর্মকর্তা আঃ ছালেক, প্রতিবেশি কুদ্দুস জোয়ার্দ্দার ও তার মেয়ের মিলে তাকে প্রাণনাশসহ যে কোন ধরনের ক্ষতি সাধন করতে পারে। এঘটনায় তিনি ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন, যার নং ৫১১।

বিষয়টি নিয়ে বুধবার বিকালে ঝালকাঠি জেলা নির্বাচন কর্মকর্তা আঃ ছালেকের বক্তব্য জানতে তার মুঠোফোনে ফোন করা হলে তিনি রিসিভ করেননি। তবে কুমারখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বুধবার বিকালে মুঠোফোনে জানান, জিডির বিষয়ে আমি তো কিছুই জানি না। তাছাড়া ঘটনার সঙ্গে আমি নুন্যতম জড়িত নয়। তাই আমার বিরুদ্ধে জিডি করা চরম অন্যায় হয়েছে।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দীন জানান, বিষয়টি নিয়ে একটি জিডি হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড পর্ষদ সভা আগামী ২৫ জানুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র...

ফের গ্রেফতার ইভ্যালির রাসেল-শামীমা

কর্পোরেট সংবাদ ডেস্ক: ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা...

পোস্টাল ব্যালট পৌঁছেছে ৩ লাখ ৭৩ হাজার প্রবাসীর ঠিকানায়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ৩ লাখ ৭৩ হাজার ৩৯৮ জন ভোটারের ঠিকানায়...

চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পেছাল

কর্পোরেট সংবাদ ডেস্ক: জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ হবে না। এ রায় ঘোষণার জন্য আগামী...

‘নতুন বাংলাদেশ’ গড়ার রূপরেখা তুলে ধরলেন জামায়াত আমির

কর্পোরেট সংবাদ ডেস্ক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন বাংলাদেশ জামায়াতে...

সোনারগাঁও ও নেত্রকোনায় ৭টি নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশের শীর্ষ বিটুবি (B2B) মার্কেটপ্লেস এবং স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ (PriyoShop), দেশের খুচরা বিক্রেতাদের আরও শক্তিশালী করতে এক মাসেই ৭টি নতুন ডিস্ট্রিবিউশন...

মুন্নু ফেব্রিক্সের বোর্ড সভা ২৭ জানুয়ারি

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মুন্নু ফেব্রিক্স লিমিটেডের পরিচালনা পর্ষদ বোর্ড সভা আগামী ২৭ জানুয়ারি বিকেল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত হবে। ডিএসই...

২৮ জানুয়ারি নাভানা ফার্মার পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে,...