কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মৃত্যুর সংখ্যা নিয়ে গুজব অস্বীকার করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী বলেছেন, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মৃত্যুর সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গুজব ছড়ানো হচ্ছে। অনেকেই না বুঝে এসব গুজব বিশ্বাস করছেন।’
তিনি বলেন, ‘আমাদের সন্তানদের বিষয়ে কোনো তথ্য গোপন করার ইচ্ছে নেই। ঘটনার পরপরই কোনো পূর্ব নির্দেশনা ছাড়াই বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে দ্রুত সাড়া দিয়েছে। যেমনটি সব সময় করে থাকে।’
তিনি আরো বলেন, ‘আমি নিজে এবং আইএসপিআর টিম সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম।’
বুধবার (২৩ জুলাই) আইএসপিআর-এর পরিচালক গণমাধ্যমকে এ কথা জানান।
তিনি বলেন, ‘আইএসপিআরের পরিচালক হিসেবে আমি স্পষ্টভাবে ঘোষণা করছি- যে কোনো গণমাধ্যম চাইলেই এ বিষয়ে তদন্ত করতে পারে। সেনাবাহিনীসহ যে কাউকে বা সংশ্লিষ্ট যে কোনো স্থান পরিদর্শন করতে পারে। আমরা সর্বোচ্চ সহায়তা করতে প্রস্তুত আছি। পাশাপাশি আপনাদের যে কোনো প্রয়োজনে সর্বাত্মকভাবে সহযোগিতা করব।’
এর আগে, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান আছড়ে পড়ে। এতে বিমানের পাইলটসহ এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতালে ভর্তি অনেকে।
তবে সামাজিকমাধ্যমসহ নানা মহলে অভিযোগ, নিহতের প্রকৃত সংখ্যা গোপন করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে যা বলা হচ্ছে, নিহতের সংখ্যা তার চেয়ে অনেক বেশি। মাইলস্টোনের কয়েকজন শিক্ষার্থীও এমন দাবি করেছে।
তবে এই অভিযোগের বিষয়ে সরকারসহ সচেতন মহলের অনেকে আবার বলছেন, প্রতিটি স্কুলেই হাজিরা খাতায় শিক্ষার্থীদের নামের তালিকা থাকে। কাজেই, এখানে নিহতের সংখ্যা গোপন করার কোনো সুযোগ নেই। এটা সম্ভবও নয়।
আরও পড়ুন:
দগ্ধ রোগীদের জন্য প্রয়োজনীয় রক্তের কোনো সংকট নেই: প্রেস উইং
বার্ন ইনস্টিটিউটে ৮ জনের অবস্থা ক্রিটিক্যাল: ডা. নাসির উদ্দীন
উত্তরায় বিমান দুর্ঘটনা: নিখোঁজ পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা দেওয়ার অনুরোধ


