পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা ৩১ জুলাই, ২০২৫ দুপুর ২:৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, সভায় ৩০ জুন, ২০২৫ পর্যন্ত সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৪ পয়সা যা ২০২৩ সালে ছিল ১.২৭ টাকা, ২০২২ সাল ছিল ১.০৬ টাকা, ২০২১ সালে ছিল ৭৭ পয়সা টাকা ও ২০২০ সালে ছিল ১.০৮ টাকা।
কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ১৬.৬৩ টাকা যা ২০২৩ সালে ছিল ১৬.৯৩ টাকা, ২০২২ সালে ছিল ১৬.৬৭ টাকা, ২০২১ সালে ছিল ১৬.৭৩ টাকা ও ২০২০ সালে ছিল ১৬.৬৭ টাকা।
পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ১৫০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০৩ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১১১৫ কোটি ৮০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ১১১ কোটি ৫৮ লাখ ৪২ হাজার ৩০৮।
ডিএসই’র তথ্য অনুযায়ি ৩০ জুন, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৩৩.০৮ শতাংশ শেয়ার, সরকারী বিনিয়োগকারীর হাতে রয়েছে ৩.৫৭ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৩১.৭৪ শতাংশ শেয়ার, বিদেশি বিনিয়োগকারীর হাতে রয়েছে .০৮ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৩৫.০১ শতাংশ শেয়ার।


