December 15, 2025 - 10:29 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeজাতীয়৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার ফল প্রকাশ

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার ফল প্রকাশ

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক : ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার লিখিত অংশের (এমসিকিউ টাইপ) ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (২০ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে এই ফল প্রকাশ করা হয়।

এতে মোট ৫ হাজার ২০৬ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন উত্তীর্ণ হয়েছেন।

কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ৬ আগস্ট থেকে শুরু হতে যাওয়া মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি যথাসময়ে সংবাদমাধ্যম, পিএসসির ওয়েবসাইট এবং এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ডাকযোগে কাউকে সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না।

প্রার্থীদের পিএসসির ওয়েবসাইট থেকেই মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারপত্র ডাউনলোড করে নির্ধারিত দিনে কমিশনের ঢাকাস্থ প্রধান কার্যালয়ের বোর্ডে নির্ধারিত সময় অনুযায়ী উপস্থিত থাকতে হবে।

একইসাথে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য উত্তীর্ণ প্রার্থীদেরকে BPSC Form-1 (Applicant’s Copy) এর সঙ্গে নির্ধারিত কিছু কাগজপত্রের দুই সেট সত্যায়িত কপি বোর্ডে জমা দিতে হবে। জমা দিতে হবে সদ্য তোলা তিন কপি রঙিন সত্যায়িত ছবি, এসএসসি ও অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদ, ট্রান্সক্রিপ্ট ও মার্কশিট, জন্মতারিখ প্রমাণে এসএসসি বা সমমানের সনদ (ও-লেভেল ও এ-লেভেল উত্তীর্ণদের জন্য জন্মতারিখযুক্ত দালিলিক প্রমাণ), বিদেশি ডিগ্রি থাকলে সমমানের স্বীকৃতি সনদ এবং এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের জন্য বিএমডিসির নিবন্ধন সনদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবতীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন হয়েছে মর্মে পরীক্ষা নিয়ন্ত্রক বা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রত্যয়নপত্র জমা দিতে হবে, যা পরীক্ষার শুরুর ও শেষের তারিখসহ হতে হবে। প্রার্থীর ওজন, উচ্চতা এবং বুকের মাপ সংক্রান্ত বিএমডিসি নিবন্ধিত চিকিৎসকের প্রত্যয়নপত্র, যেটিতে চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ থাকবে, সেটিও জমা দিতে হবে।

যদি কোনো প্রার্থী বর্তমানে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা স্থানীয় সরকার সংস্থার চাকরিতে নিযুক্ত থাকেন, তাহলে তাকে নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমোদিত ছাড়পত্র জমা দিতে হবে। চাকরি ত্যাগ বা অপসারিত হয়ে থাকলে সে সম্পর্কিত প্রমাণপত্র জমা দিতে হবে।

ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত, শারীরিকভাবে প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গভুক্ত প্রার্থীদের জন্য নির্ধারিত কর্তৃপক্ষের স্বাক্ষরিত সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। প্রার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ কিংবা পাসপোর্টের যেকোনো একটি সঙ্গে আনতে হবে।

মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে পিতা বা মাতার নির্দিষ্ট সময়ের নির্ভরযোগ্য মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। স্থায়ী ঠিকানার প্রমাণে জাতীয় পরিচয়পত্রের কপি, এবং স্থানীয় জনপ্রতিনিধি বা নোটারি পাবলিক কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র জমা দিতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রার্থীদেরকে কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা Teletalk BD Ltd. এর ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) থেকে অনলাইনে বাংলায় BPSC Form-3 পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। অনলাইনে জমা দেওয়া ফরমের দুটি প্রিন্ট কপি মৌখিক পরীক্ষার বোর্ডে সঙ্গে আনতে হবে।

এছাড়াও, পুলিশ ভেরিফিকেশন ফরম (প্রাক্ চাকরি বৃত্তান্ত যাচাই ফরম) তিন কপি পূরণ করে সংশ্লিষ্ট কাগজপত্রসহ জমা দিতে হবে।

পিএসসি জানিয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মানেই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের নিশ্চয়তা নয়। প্রার্থীদেরকে অবশ্যই সঠিক ও সম্পূর্ণ তথ্যসহ প্রযোজ্য কাগজপত্র পেশ করতে হবে। কোনো অসত্য তথ্য, জাল সনদ, দুর্নীতি বা প্রতারণা প্রমাণিত হলে প্রার্থিতার পাশাপাশি ভবিষ্যতের পরীক্ষার জন্যও প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে। এমনকি চাকরিতে যোগদানের পরও যদি কোনো অসঙ্গতি প্রমাণিত হয়, তাহলে চাকরিচ্যুতি ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমিশনের তথ্য অনুযায়ী, ফলাফল সম্পর্কে মোবাইল ফোনের মাধ্যমে জানার জন্য PSC 48 লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠালে উত্তীর্ণ বা অনুত্তীর্ণ তথ্য জানিয়ে ফিরতি বার্তা পাঠানো হবে। যেমন—PSC 48 123456 Send to 16222। এছাড়াও, যেসব প্রার্থী পূর্বে ৪৬তম বা ৪৭তম বিসিএস পরীক্ষায় আবেদন করেছেন, তাদেরকে অবশ্যই ২৩ জুলাই ২০২৫ এর মধ্যে নির্ধারিত গুগল ফর্ম (https://forms.gle/jstW39S12eWi9oBk6) পূরণ করে জমা দিতে হবে বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত, ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ-টাইপ) পরীক্ষা শুক্রবার (১৮ জুলাই) অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী।

জানা গেছে, তিন হাজার চিকিৎসক নিয়োগের জন্য আয়োজিত এ পরীক্ষা অংশ নিতে আবেদন করেছিলেন ৪১ হাজার ২৫ পরীক্ষার্থী। সে হিসাবে প্রতিটি শূন্য আসনে প্রায় ১৪ প্রার্থীর লড়াই করেছেন।

এ ছাড়া ফলাফল প্রকাশের পর দ্রুত মৌখিক পরীক্ষার আয়োজন করা হবে বলে জানিয়েছে পিএসসি। প্রতিষ্ঠানটি বলছে, আগামী ২২ সেপ্টেম্বর নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এর মধ্য দিয়ে দুই হাজার ৭০০ সহকারী সার্জন এবং ৩০০ সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত : মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক: সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ মো. ওসমান...

এমবিবিএস ভর্তির পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭

কর্পোরেট সংবাদ ডেস্ক: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এবার পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ। রোববার...

হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে বলে জানিয়েছেন ঢাকা...

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

কর্পোরেট সংবাদ ডেস্ক : ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৮৭ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে...

নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেওয়া হবে। এই প্রটোকলে রাজনৈতিক...

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার...

এন্টারপ্রাইজ কানেক্টিভিটি ও ডিজিটাল সল্যুশনে পিটিসি-এক্সেনটেকের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি

কর্পোরেট ডেস্ক: পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি (পিটিসি)-এর সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে এক্সেনটেক পিএলসি। করপোরেট সার্ভিস, সিম-ভিত্তিক এন্টারপ্রাইজ সল্যুশন এবং ডিজিটাল সক্ষমতা...

গ্রাহক সন্তুষ্টির প্রত্যয় নিয়ে দেশের ১৬ অঞ্চলে ইউসিবির টাউনহল

কর্পোরেট ডেস্ক: একই দিনে, একই সময়—দেশের ১৬টি অঞ্চলে একসাথে টাউনহল। কোথাও ব্যাংকের চেয়ারম্যান, কোথাও ব্যবস্থাপনা পরিচালক, কোথাও এএমডি, ডিমডি কিংবা সিনিয়র কর্মকর্তারা। পুরো দেশের...