December 7, 2025 - 7:11 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাটি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল নেপাল-ওমান

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল নেপাল-ওমান

spot_img

স্পোর্টস ডেস্ক : ২০২৪ সালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার টিকিট পেল নেপাল এবং ওমান। এশিয়া কোয়ালিফায়ার্সের ফাইনালে উঠেই এই দুই দেশের হাতে চলে এল বিশ্বকাপের ‘কনফার্মড টিকিট’।

শুক্রবার বাছাইপর্বের দ্বিতীয় সেমিফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ৮ উইকেটে হারিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে নেপাল। অন্যদিকে, প্রথম সেমিফাইনালে বাহরাইনের বিপক্ষে ১০ উইকেটের জয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে পা দেয় ওমান।

কাঠমান্ডুর মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিংয়ে নামা আরব আমিরাত ৯ উইকেটে ১৩৪ রানের বেশি তুলতে পারেনি। উইকেটরক্ষক-ব্যাটার বৃত্তি অরবিন্দ ৫১ বলে ৮ চার ও ২ ছক্কায় দলের সর্বাধিক ৬৪ রানের ইনিংস খেলেন।

নেপালের বাঁহাতি অর্থোডক্স স্পিনার কুশল মাল্লা ৩ ওভারে মাত্র ১১ রান খরচায় নেন ৩ উইকেট। তারকা লেগ স্পিনার সন্দীপ লামিচানে ৪ ওভারে ১৪ রান খরচায় ২ উইকেট নেন।

সহজ লক্ষ্য তাড়ায় ১৭ বল হাতে রেখে ২ উইকেট খুইয়ে স্বাগতিক দর্শকদের উল্লাসে ভাসিয়ে বিশ্বকাপে যাওয়ার আনন্দে মাতে হিমালয়ের দেশটি। উইকেটরক্ষক-ব্যাটার আসিফ শেখ ৫১ বলে ৭ চার ও এক ছক্কায় ৬৪ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক রোহিত পাউডেল ২০ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৪ রানের ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন। আফিফ ও পাউডেল তৃতীয় উইকেটে ৬৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।

অন্যদিকে, কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি ক্রিকেট গ্রাউন্ডে টসে জেতা বাহরাইন ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১০৬ রানে থামে। ২৩ বলে ৫ চারে সর্বাধিক ৩০ রান করেন উইকেটরক্ষক-ব্যাটার ইমরান আলী। আহমের বেন নেসার ২৬ ও ওপেনার সারফারাজ আলী ২৩ রানের ইনিংস খেলেন। আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

বাহরাইনের সাথাইয়া বীরপাথিরান এ ম্যাচে প্রথম বলে আউট হয়ে গড়েছেন বিব্রতকর বিশ্বরেকর্ড। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে তিনিই এখন সবচেয়ে বেশি, পাঁচবার গোল্ডেন ডাকের অধিকারী।

ওমানের হয়ে আকিব ইলিয়াস ৪ ওভারে মাত্র ১০ রানে ৪ উইকেট নেন।

দুই ওপেনার কাশ্যপ প্রজাপতির ৪৪ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৭ ও উইকেটরক্ষক-ব্যাটার প্রতীক আথাভালের ৪২ বলে ৬ চারে ৫০ রানের ইনিংসে ভর করে ৩৪ বল হাতে রেখে ১০ উইকেটের জয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পায় ওমান।

রোববার ত্রিভুবন ইউনিভার্সিটি ক্রিকেট গ্রাউন্ডে এশিয়া অঞ্চলের বাছাইপর্বের ফাইনালে মুখোমুখি হবে নেপাল ও ওমান।

২০০৭ সালে প্রথমবার হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০ ওভারের কাপযুদ্ধের নবম সংস্করণ হবে মেগা। এই প্রথমবার ২০টি দল অংশ নেবে টুর্নামেন্টে। চারটি গ্রুপে ভাগ করা হবে সেই দলগুলিকে। সেখান থেকে প্রথম ও দুয়ে শেষ করা দল সুপার এইটের জন্য় কোয়ালিফাই করবে। নেপাল এই প্রথম টি-২০ বিশ্বকাপ খেলবে।

অন্য়দিকে ওমান এই প্রথমবার প্রাথমিক পর্যায় পেরিয়ে মূল পর্বে পা রাখছে। ১৮টি দল ইতিমধ্যেই বিশ্বকাপের টিকিট কেটে ফেলেছে। আর শেষ দু’টি দল ঢুকবে চলতি মাসে আফ্রিকা কোয়ালিফায়ার্সের পর। যা হবে ২২-৩০ নভেম্বর নামিবিয়াতে। আগামী ৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত টি-২০ বিশ্বকাপ চলবে।

গতবার চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্য়ান্ড। মার্কিন মুলকে ফ্লোরিডার লডারহিল, মরিসভিল, ডালাস এবং নিউইয়র্ককে টুর্নামেন্টের ম্যাচ ও অনুশীলনের জন্য বেছে নেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

‘শিগগির দেশে ফিরবেন তারেক রহমান, তার নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন,...

বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা এখন খালেদা জিয়ার নেই: ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক : খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন বিদেশ যাওয়ার মতো না। তাই তার বিদেশ যাওয়া কিছুটা বিলম্ব হচ্ছে। তাকে এখনই যুক্তরাজ্যে নেওয়া যাচ্ছে...

বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ৭ দিন পর হস্তান্তর

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অধীন জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত যুবক শহিদুল ইসলাম শহীদের...

শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ছাত্র–জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে থাকা এবং ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।...

যশোর বোর্ডে শতভাগ ফেল ২০ কলেজকে শোকজ

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: চলতি বছরে এইচএসসি পরীক্ষায় শতভাগ ফেল করা ২০ কলেজকে শোকজ করেছে যশোর শিক্ষা বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রকের...

সিরাজগঞ্জে ৪৩ কেজি গাঁজাসহ আটক ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ৪৩ কেজি গাঁজা ও একটি পিকআপভ্যানসহ তিন মাদক কারবারি আটক হয়েছে। শনিবার ভোরে কড্ডার মোড় এলাকায় গোপন...

প্রতিবেশীর ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রবাসীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে বীজতলায় প্রতিবেশীর ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো.নুরুল হুদা (৫১) নামে এক কাতার প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮টার...