নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যালস খাতের কোম্পানি এসিআই ফর্মুলেশনস লিমিটেডের ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এসিআই ফর্মুলেশনসের ঋণমান হয়েছে দীর্ঘমেয়াদে ‘এএ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-৩’। কোম্পানিটির বর্তমান রেটিং স্থিতিশীল অবস্থায় আছে। ৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং প্রকাশের দিন পর্যন্ত কোম্পানিটির অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।
এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তথ্য অনুযায়ী কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হলো ২০১৮ সালে ৫৫ টাকা ৪৫ পয়সা, ২০১৯ সালে ৫৪ টাকা ৮৫ পয়সা, ২০২০ সালে ৫৩ টাকা ৩৮ পয়সা ২০২১ সালে ৬৬ টাকা ৭৭ পয়সা এবং ২০২২ সালে ৬৫ টাকা ৮৮ পয়সা।
পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ৫ বছরের ভিতরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০১৮ সালে ২ টাকা ৬১ পয়সা, ২০১৯ সালে ২টাকা ০৯ পয়সা, ২০২০ সালে ২টাকা০৬ পয়সা, ২০২১ সালে ৪ টাকা ৭৪ পয়সা এবং ২০২২ সালে ৫ টাকা ১৪ পয়সা।
জানা যায়, ২০২২-২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটি শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৫৫ পয়সা।লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ৫ বছরের কোম্পানিটি বিনিয়োগ কারীদের, ২০১৮ সালে ৩৫ শতাংশ, ২০১৯ সালে ৩৫ শতাংশ, ২০২০ সালে ২০ শতাংশ, ২০২১ সালে ৩০ শতাংশ এবং ২০২২ সালে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। কোম্পানিটি গত ৫ বছরে মধ্যে ২০২১ সালে ৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেন।
পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধন নিয়ে ২০০৮ সালে দেশের প্রধান শেয়ার বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় । কোম্পানিটির বর্তমানে পরিশোধিত মূলধনের পরিমান ৪৭ কোটি২৫ লাখ টাকা । অভিহিত মূল্য ১০ টাকা।
গত এক মাসে দর ওঠানামা হয়েছে ১৫৫.০০-১৫৫.০০।একবছরে দর ওঠানামা হয়েছে ১৫১.১০-২২৫.৯০ টাকা।
কোম্পানিটির মোট বিনিয়োগকারীদের হাতে রয়েছে ০.০৮ শতাংশ শেয়ার, শেয়ার সংখ্যা ৪ কোটি ৭২ লাখ ৫০ হাজার টি । তাদের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৬৬.০২ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠনিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৯.১৯ শতাংশ শেয়ার এবং বাকি শেয়ারের ১৪.৭৯ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে। পুঁজিবাজারে তালিকাভূক্ত ‘ঔষধও ও রাসায়নিক’ খাতের এ কোম্পানিটি বর্তমানে “এ ” ক্যাটাগরিতে অবস্থান করেছে।