সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে আমেরিকা প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। রোববার রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার নরিনা ইউনিয়নের পাড়কোলা উত্তরপাড়া গ্রামের মৃত সিদ্দিক প্রামাণিকের ছেলে রুহুল আমিন বাবুলের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
জানা গেছে, রোববার রাত ৩টার দিকে ৬ জনের একটি ডাকাত দল বাড়ির পিছনের বারান্দার তালা কেটে ভিতরে প্রবেশ করে নগদ টাকা, নগদ ডলার ও স্বর্ণালংকার সহ প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায় এসময় তারা বাড়ির সিসি ক্যামেরার হার্ডডিস্ক সহ নিয়ে যায়।
দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত ডাকাত দলটি প্রায় ২ ঘন্টাব্যাপি বাড়ির সদস্যদের জিম্মি করে এ ডাকাতি কাজ চালিয়েছে বলে জানা যায়। আমেরিকান প্রবাসী রুহুল আমিন বাবুলের বাড়িতে বসবাস করেন তার আপন ভাই পোল্ট্রি ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন যুবলু।
ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল)। মোঃ কামরুজ্জামান ও অফিসার ইনচার্জ আছলাম আলী তারা জানান তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।’