January 28, 2025 - 9:17 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকমনমোহন সিংয়ের শেষকৃত্য আজ

মনমোহন সিংয়ের শেষকৃত্য আজ

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির নিগমবোধ ঘাট শশ্মানে আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। দেশটির রাষ্ট্রপতি মুর্মু ও প্রধানমন্ত্রী মোদীসহ বেশ কয়েকজন রাজনীতিবিদ এ শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন।

শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে ড. মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হবে। সাবেক প্রধানমন্ত্রীর মরদেহ রাজধানীর কংগ্রেস সদর দপ্তরে নেওয়া হয়েছে।

ভারত সরকার ড. মনমোহন সিংয়ের মৃত্যুতে সারা দেশে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ সময়কালে ভারতজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। মনমোহন সিংয়ের দল কংগ্রেসও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সব কর্মসূচি আগামী সাত দিনের জন্য বাতিল করেছে, ৩ জানুয়ারি থেকে আবারও শুরু হবে।

এদিকে, ড. মনমোহন সিংয়ের স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য জায়গা বরাদ্দ নিয়ে কেন্দ্রীয় বিজেপি সরকার ও কংগ্রেসের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। কংগ্রেস তার সম্মানে একটি স্মারক তৈরি করা যেতে পারে এমন স্থানের পরিবর্তে শেষকৃত্যের জন্য নিগমবোধ ঘাট শ্মশান বরাদ্দের নিন্দা জানিয়েছে।

মনমোহন সিংয়ের শেষকৃত্য অনুষ্ঠান যেখানে হবে, সেখানে তাঁর সম্মানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের উপায় খুঁজে দেখার জন্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে চিঠি লিখেছেন। যাইহোক, বিজেপির মুখপাত্র সি আর কেশভান কংগ্রেসের সমালোচনা করেছেন। তিনি দলটির আচরণকে ‘অস্বাভাবিক’ বলে অভিহিত করেছেন।

মোদি সরকার আরও স্পষ্ট করেছে, তারা ড. মনমোহন সিংয়ের স্মৃতিস্তম্ভের জন্য জায়গা বরাদ্দ করবে, যা তাঁর পরিবার ও মল্লিকার্জুন খারগেকে ইতোমধ্যে জানানো হয়েছে। তবে সরকার বলেছে, এখন মরদেহ সৎকার ও অন্যান্য আনুষ্ঠানিকতা শ্মশানে হতে পারে, কারণ স্মৃতিস্তম্ভের জন্য একটি ট্রাস্ট গঠন ও স্থান বরাদ্দ করতে হবে।

মনমোহন সিং গত বৃহস্পতিবার রাতে ৯২ বছর বয়সে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় মারা যান। গত কয়েক মাস ধরে তার শারীরিক অবস্থা খারাপ ছিল। ‘ভারতের অর্থনৈতিক সংস্কারের স্থপতি’ হিসেবে পরিচিত ড. মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স সরকারের দুই মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন।

১৯৩২ সালে জন্মগ্রহণ করেন ড. মনমোহন সিং। তিনি যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। সেখানে তিনি ১৯৫৭ সালে অর্থনীতিতে প্রথম শ্রেণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া অক্সফোর্ড ইউনিভার্সিটির নাফিল্ড কলেজ থেকে অর্থনীতিতে ডিগ্রি লাভ করেন তিনি।

ড. মনমোহন সিং ১৯৯১ সালে রাজ্যসভার সদস্য হন। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত বিরোধী দলীয় নেতা ছিলেন। তিনি ১৯৮৭ সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ লাভ করেন।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হারপার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমসহ কয়েকজন বিশ্ব নেতা ড. মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সূত্র-এনডিটিভি।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সিংগাইরে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সিংগাইরে নয়াপাড়া-ভূমদক্ষিণ যুব সংঘের আয়োজনে ব্যাডমিন্টন সিজন-৩ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার...

প্রথম ধাপে মালয়েশিয়া যেতে পারবেন ৭ হাজার ৯৬৪ জন

কর্পোরেট সংবাদ ডেস্ক: গত বছর বাংলাদেশের প্রায় ১৮ হাজার কর্মীর মালয়েশিয়া যাওয়ার কথা থাকলেও নানা জটিলতায় তারা আটকে যান। তবে তাদের মধ্যে ৭ হাজার...

বগুড়ায় ডাকাতি প্রস্তুতিকালে গ্রেপ্তার ১

বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ডাকাতি প্রস্তুতিকালে পিয়াস মন্ডল (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছে থেকে ডাকাতির প্রস্তুতির সরঞ্জাম রশি, চাপাতি,...

যারা ক্ষমতামুখি হয়েছেন, তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে: চুয়াডাঙ্গায় হাসনাত আব্দুল্লাহ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, 'কাদের কাদের আওয়ামী লীগের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিলো আমাদের জানা আছে। কেউ কেউ...

আমাকে দেখলে তো ৩০ বছরেরই মনে হয়: শাহরুখ খান

বিনোদন ডেস্ক: জন্ম ১৯৬৫ সালে। অর্থাৎ, এ বছর শেষ হওয়ার আগেই ৬০ বছরে পা দিবেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। ভারতে চিহ্নিত হবেন প্রবীণ নাগরিক...

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী কারাগারে

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রকিবুল হাসান রকি তালুকদার (২৮) নামে এক ব্যবসায়ীকে সোমবার (২৭ জানুয়ারি)...

স্মার্ট ও স্বাস্থ্যকর রান্নার সমাধানে বাজারে এলো স্যামসাংয়ের ৬টি মাইক্রোওয়েভ ওভেন

কর্পোরেট ডেস্ক: বেকিং, গ্রিল সহ নানা স্টাইলের রান্না নিয়ে শৌখিন হতে এখন আর বাধা নেই, কারণ স্যামসাং সম্প্রতি বাজারে নিয়ে এসেছে তাদের সবচেয়ে আধুনিক...