January 20, 2026 - 2:46 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদচরাঞ্চলে কৃষি সম্ভাবনার উন্মোচন: সুইসকনট্যাক্টের কৃষি-পণ্য সংক্রান্ত উদ্যোগ

চরাঞ্চলে কৃষি সম্ভাবনার উন্মোচন: সুইসকনট্যাক্টের কৃষি-পণ্য সংক্রান্ত উদ্যোগ

spot_img

কর্পোরেট ডেস্ক : আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি সংস্থা সুইসকনট্যাক্ট কৃষি-পণ্য সংক্রান্ত এক উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের চরাঞ্চলের উন্নয়নে কাজ করছে।

সেই উপলক্ষ্যে বুধবার (১৮ অক্টোবর, ২০২৩) রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকা’য় ‘চরাঞ্চলে কৃষি সম্ভাবনার উন্মোচন: কৃষি-পণ্য সংক্রান্ত সুযোগ’ শীর্ষক একটি সেমিনার আয়োজন করা হয়।

এই যুগান্তকারী উদ্যোগটি মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দ্যা চরস (এমফোরসি) প্রকল্পের একটি অংশ, যা স্থানীয় সরকার, বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ডের দূতাবাস এবং বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের একটি যৌথ উদ্যোগ। প্রকল্পটি সফলভাবে দেশের উত্তরাঞ্চলের চরে বসবাসকারী ১ লক্ষ ৪৫ হাজার পরিবারকে ক্ষমতায়ন করেছে, এবং ২০২৪ সালের জুন পর্যন্ত এটি চলমান থাকবে।

‘এমফোরসি’ প্রকল্পের অন্যতম লক্ষ্য হলো কৃষিখাতে কৃষি-পণ্য বাজারের প্রধান চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা, যার মাধ্যমে উচ্চ-মানের বীজ, সুনির্দিষ্টভাবে সুষম সার, এবং ফসল-রক্ষাকারী পণ্যের মতো গুরুত্বপূর্ণ পণ্যগুলো সহজলভ্য করতে কাজ করা। নির্ভরযোগ্য এবং জলবায়ু-সহনশীল কৃষি-পণ্যগুলো সহজলভ্য করার মাধ্যমে ‘এমফোরসি’ প্রকল্পটি পরিবেশগত জটিলতার মধ্যেও চরাঞ্চলের বাসিন্দাদের ক্ষমতায়নের চেষ্টা করছে।

সেমিনারে কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব এবং বাংলাদেশ সীড এসোসিয়েশণের এ্যাডভাইজার মো. আনোয়ার ফারুক বলেন, “চরাঞ্চলে কৃষি সম্ভাবনার উন্মোচন: কৃষি-পণ্য সংক্রান্ত সুযোগ সেমিনারের মতো উদ্যোগগুলো আমাদের কৃষি খাতের প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। চরাঞ্চলের সম্ভাবনা এবং সেখানে কৃষি উপকরণ সহজলভ্য করার মাধ্যমে আমরা কৃষকদের আরও উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যত গঠনে সাহায্য করতে পারবো।”

পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ)-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো: খুরশিদ ইকবাল রিজভী বলেন, “চরাঞ্চলের উন্নয়নে সকল স্টেকহোল্ডারদের আগ্রহ ও প্রতিশ্রুতি দেখে আমি আনন্দিত। আজকের আলোচনাগুলো আমাদের ভবিষ্যত পরিকল্পনা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করবে, একইসাথে চরবাসীদের জীবনমান আরও উন্নত করবে বলে আমি আশাবাদী।”

সুইসকনট্যাক্ট বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর মুজিবুল (সেজান) হাসান বলেন, “এই প্ল্যাটফর্মের মাধ্যমে কৃষি খাতে গভীর অন্তর্দৃষ্টি প্রদান, কৃষি-পণ্যের বিশাল সম্ভাবনা তুলে ধরা এবং এমফোরসি, বেসরকারি খাতের কৃষি-পণ্য প্রতিষ্ঠানসমূহ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যকার সম্পর্ক আরও জোরদার হবে।”

সেমিনারের মূল আলোচ্য বিষয়গুলো ছিল- চরাঞ্চলে কৃষি-পণ্যের বাজারের সম্ভাবনা বৃদ্ধি; চরাঞ্চলে কৃষি-পণ্য প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বৃদ্ধির সুযোগ প্রদান; এমফোরসি, বেসরকারি খাতের কৃষি-পণ্য প্রতিষ্ঠানসমূহ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যকার সম্পর্ক জোরদার করা; এবং জলবায়ু-সহনশীল কৃষি-পণ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

সেমিনারে বিশেষ উপস্থাপনা, প্যানেল আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং অতিথিবৃন্দের বক্তৃতা পর্ব পরিচালনা করা হয়, যেখানে দেশের চরাঞ্চলে কৃষি-পণ্যের উল্লেখযোগ্য সম্ভাবনা তুলে ধরা হয়। প্যানেল আলোচনা পর্বটি সঞ্চালনা করেন ইনোভিশন কনসাল্টিং প্রাইভেট লিমিটেড-এর চেয়ারম্যান ও সিইও সদরুদ্দিন ইমরান, যেখানে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়।

সেমিনারে বিশেষ অতিথি বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশন (বিসিপিএ) চেয়ারম্যান এম. সাইদুজ্জামান; বাংলাদেশ সীড এসোসিয়েশন (বিএসএ) সাধারণ সম্পাদক এ.এইচ.এম. হুমায়ুন কবির; এবং বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ড দূতাবাসের সিনিয়র প্রোগ্রাম অফিসার ড. জিনিয়া রশিদ তাদের বক্তব্যে এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

বগুড়া’র পল্লী উন্নয়ন একাডেমী’র (আরডিএ) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো: খুরশিদ ইকবাল রিজভী সমাপনী বক্তব্যে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বক্তব্য রাখেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ডিএনসিসির নতুন নির্দেশনা, ২ বছরের আগে বাড়ানো যাবে না বাড়িভাড়া

কর্পোরেট সংবাদ ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় বাড়িভাড়া নির্ধারণ ও বাড়িওয়ালা-ভাড়াটিয়া সম্পর্ক উন্নয়নে নতুন নির্দেশনা প্রকাশ করা হয়েছে। নতুন এই নিয়ম অনুযায়ী,...

শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি জব্দ, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

কর্পোরেট সংবাদ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী (পিয়ন) জাহাঙ্গীর আলমের ফ্ল্যাট ও জমি জব্দ এবং তার...

ময়মনসিংহে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে দুই যুবকের মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ নগরীতে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর জিলা স্কুল হোস্টেল...

শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড পর্ষদ সভা আগামী ২৫ জানুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র...

ফের গ্রেফতার ইভ্যালির রাসেল-শামীমা

কর্পোরেট সংবাদ ডেস্ক: ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা...

পোস্টাল ব্যালট পৌঁছেছে ৩ লাখ ৭৩ হাজার প্রবাসীর ঠিকানায়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ৩ লাখ ৭৩ হাজার ৩৯৮ জন ভোটারের ঠিকানায়...

চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পেছাল

কর্পোরেট সংবাদ ডেস্ক: জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ হবে না। এ রায় ঘোষণার জন্য আগামী...

‘নতুন বাংলাদেশ’ গড়ার রূপরেখা তুলে ধরলেন জামায়াত আমির

কর্পোরেট সংবাদ ডেস্ক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন বাংলাদেশ জামায়াতে...