নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বহুল সমালোচিত নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মনোয়ারা বেগম কে দীর্ঘ ৫ বছর পর স্ট্যান্ড রিলিজে বদলি করে সিভিল সার্জন কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
একই আদেশে কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট (স্যানিটারি) হিসেবে দায়িত্ব প্রদান করা মাজেদা বেগম। তিনি এর আগে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন।
আদেশে আরো বলা হয়েছে, স্বাস্থ্য সহকারি মনোয়ারা বেগম যিনি নিজ বেতনে মেডিকেল টেকনোলজিষ্ট (স্যানিটারী) সিভিল সার্জন কার্যালয়ে সংযুক্ত হয়ে সপ্তাহের প্রতিদিন (সরকারি ছুটি ব্যতিত) নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।
জারীকৃত আদেশ জনস্বার্থে করা হলো এবং আদেশ জারীর ৩ কর্মদিবসের মধ্যে আবশ্যিকভাবে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত বা সংযুক্তিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ৪র্থ দিবস হতে সরাসরি অব্যাহতি প্রাপ্ত হয়েছেন বলে গন্য হবেন।
এই বদলি আদেশের অনুলিপি পাঠানো হয় চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), চন্দনাইশ ও কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা, চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন, প্রশাসনিক কর্মকর্তা ও সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারীর কাছে।
অন্যদিকে এই বহুল সমালোচিত ও বিতর্কিত স্যানিটারি ইন্সপেক্টরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন ব্যবসা স্পট থেকে চাঁদাবাজি, স্বাস্থ্য সনদ প্রদানের নামে অর্থ আদায় এবং ব্যবসায়ীদের হয়রানি করার অভিযোগ ছিলো।
এদিকে স্যানিটারি ইন্সপেক্টর মনোয়ারা বেগমের বদলির খবরে পুরো কর্ণফুলী উপজেলার পাঁচ ইউনিয়নের ব্যবসায়ীদের মাঝে স্বস্তি বিরাজ করছে বলে খবর পাওয়া যায়।