নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সিংগাইরে চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
তারা হলেন-আনন্দ টিভির সিংগাইর প্রতিনিধি মো.মোশারফ হোসেন মোল্লা ও জেটিভির আবদুল গফুর।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল আদালত -৩ এর বিচারক দোলন বিশ্বাস শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলী গ্রামের কৃষি উদ্যোক্তা আনোয়ার শিকদার বাদী হয়ে সি আর ৩৭৩ (সিং) ২৪ মামলা দায়ের করেন।
মামলা সূত্র প্রকাশ, মিথ্যা সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে মোশারফ ও গফুর তার ম্যানেজারের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবী করে ১০ হাজার টাকা নেয়। বাকী ৯০ হাজার টাকা চাঁদার জন্য বিভিন্ন সময়ে হুমকি দেয়।
সিংগাইর থানার এস আই মো. হাবিবুর রহমান মামলার তদন্ত শেষে সত্যতা পেয়ে গত ২২ আগস্ট আদালতে প্রতিবেদন দাখিল করেন। এরপর আজ তারা কোর্টে হাজির হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।