December 24, 2024 - 6:21 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশগৌরীপুরে একদিনে নারীসহ ৩ জনের অস্বাভাবিক মৃত্যু

গৌরীপুরে একদিনে নারীসহ ৩ জনের অস্বাভাবিক মৃত্যু

spot_img

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের গৌরীপুরে একদিনে এক নারীসহ ৩ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মীর্জা মাযহারুল আনোয়ার একদিনে ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গৌরীপুর উপজেলার দৌলতপুর এলাকার চান মিয়া ও কলতাপাড়া এলাকা থেকে জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেইসাথে পৌর শহরের কলাবাগান এলাকায় জয় কুমার সিংহের লাশ তার মায়ের আবেদেনের প্রেক্ষিতে কোনো অভিযোগ না থাকায় পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

সংশিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ৮নং ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া বড়বাড়ি থেকে জান্নাতুল ফেরদৌস (১৯) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে মো. বিপুল মিয়ার স্ত্রী।

নিহতের বাবা ময়মনসিংহ সদর উপজেলার মহজমপুর গ্রামের মো. আব্দুল লতিফ জানান, আড়াই বছর আগে আমার মেয়ের সঙ্গে বিপুল মিয়া বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে বা মেরে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা করেছে বলে তারা প্রচার করছে। আমাকে জানায়, আপনার মেয়ে আত্মহত্যা করেছে।

তিনি আরও জানান, নিজের ব্যবহৃত ওড়না পেচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যার কথা পরিবার বলেছে আমাকে। ফাঁস থেকে নামিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় জান্নাতুল মারা যায় বলেছে। এটা আমার নিকট বিশ্বাস হয়না। কেননা মেয়ের কান দিয়ে রক্ত বের হচ্ছে। সম্ভবত মাথায় আঘাতের কারণে কান দিয়ে রক্ত বের হচ্ছে। সে কারণেই তার মৃত্যু হয়েছে।আমি আমার মেয়ের হত্যাকাণ্ডের বিচার চাই।

এদিকে উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের চান মিয়া (৫৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৯টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ওয়ার্ড মেম্বার মো. ওয়াসিম আকন্দ।

পরিবার সূত্র জানায়, শনিবার (২৬ অক্টোবর) ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করে দৌলতপুর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে চাঁন মিয়া (৫৫)। স্বজনরা উদ্ধার করে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরিবার সূত্র জানায়, তিনি দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন ছিলেন। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় গৌরীপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

অপরদিকে উপজেলার পৌর শহরের কালিপুর মধ্যম তরফ (কলাবাগান) মহল্লার এলাকা থেকে জয় সিংহ (২৫) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে মৃত রতন কুমার সিংহের ছেলে।

পরিবার সূত্র জানায়, সোমবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মা বানী রানী সিংহ এর আবেদনের প্রেক্ষিতে পুলিশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

অন্তর্বর্তীকালীন লভ্যাংশ পাঠিয়েছে ম্যারিকো

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড বিনিয়োগকারীদের কাছে অন্তবর্তী নগদ লভ্যাংশ পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে,...

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়লো

অর্থ-বাণিজ্য ডেস্ক : কোম্পানি ও ব্যক্তি শ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময়সীমা এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।...

সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর...

নান্দাইলে সড়ক দূর্ঘটনায় উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা নিহত

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের নান্দাইলে গরুর সঙ্গে মোটরসাইকেলর ধাক্কা লেগে বিপরীতমুখী পিকআপের সঙ্গে সংঘর্ষে উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন (৩১) নামের এক যুবক নিহত...

জাইস টেলিফটো প্রযুক্তি নিয়ে আসছে ভিভোর নতুন ফ্ল্যাগশিপ

কর্পোরেট ডেস্ক: : ফটোগ্রাফিকে নিখুঁত এবং প্রাণবন্ত করে তুলতে স্মার্টফোনে টেলিফটো প্রযুক্তি নিয়ে আসছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ভিভো এক্স২০০ এর মাধ্যমে আবারও...

জাহাজের ৭ নাবিককে হত্যার প্রতিবাদে বাঘাবাড়িতে নৌযান শ্রমিকদের বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দরে নৌযান শ্রমিকরা ইউরিয়া সারবাহী জাহাজের ঘুমন্ত ৭ নাবিককে গলাকেটে হত্যার প্রতিবাদ সহ ৪ দাবীতে বিক্ষোভ মিছিল...

সাউথইস্ট ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির ৭২তম সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসির শরীয়াহ সুপারভাইজরি কমিটির ৭২তম সভা মঙ্গলবার (২৪ ডিসেম্বর, ২০২৪) অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির...

শেখ হাসিনা ও তার পরিবারের দেশে-বিদেশে লেনদেনের নথি তলব

কর্পোরেট সংবাদ ডেস্ক : গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়, ছোট বোন শেখ...