January 29, 2025 - 4:44 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদনারী উদ্যোক্তাদের স্বাস্থ্য সুবিধা দিবে আইপিডিসি ও ব্র্যাক হেলথকেয়ার

নারী উদ্যোক্তাদের স্বাস্থ্য সুবিধা দিবে আইপিডিসি ও ব্র্যাক হেলথকেয়ার

spot_img

কর্পোরেট ডেস্ক: নারী উদ্যোক্তাদের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে ব্র্যাক হেলথকেয়ার লিমিটেড-এর (বিএইচএল) সাথে অংশীদারিত্ব করেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। এর মাধ্যমে, এসএমই জয়ী ক্লায়েন্ট ও তাদের পরিবারবর্গ অগ্রাধিকারমূলক স্বাস্থ্য পরীক্ষা সেবাসহ বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন। এই উদ্যোগের লক্ষ্য হলো উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে সফলতা লাভে সহায়তা করা।

রোববার (৩ নভেম্বর) একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক হেলথকেয়ার লিমিটেড-এর হেড অব ডেভেলপমেন্ট অ্যান্ড পার্টনারশীপ মোঃ রোকনুজ্জামান এবং মার্কেট আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন-এর ডেপুটি ম্যানেজার এ,কে,এম মঈনুদ্দীন শাহ সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত হন।

এই অংশীদারিত্বের মাধ্যমে, আইপিডিসি’র এসএমই জয়ী ক্লায়েন্ট ও তাদের পরিবারবর্গ বিশেষ মূল্যে ব্র্যাক হেলথকেয়ারের বিশ্বমানের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। এই প্যাকেজের মধ্যে রয়েছে অগ্রাধিকারমূলক সেবা ও মূল্যছাড়, যা নারী উদ্যোক্তা ও তাদের পরিবারের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলবে। বাংলাদেশে নারী উদ্যোক্তাদের সুস্থতা ও কল্যাণ নিশ্চিতে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের এই যৌথ প্রচেষ্টা।

এ প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস বলেন, “আইপিডিসি ফাইন্যান্স পিএলসি সবসময়ই ট্রেডিশনাল ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে ভিন্ন কিছু করার চেষ্টা করে, এবং সেই ধারাবাহিকতায় এবার আমাদের এসএমই জয়ী ক্লায়েন্ট ও তাদের পরিবারকে স্বাস্থ্য সেবা প্রদানে আমরা ব্র্যাক হেলথকেয়ারের সাথে অংশীদারিত্ব করেছি। এর মাধ্যমে আমরা নারী উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করবো, যা তাদের আরও শক্তিশালী ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে অনুপ্রাণিত করবে।”

এই অংশীদারিত্ব নারীদের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করে তুলবে। ব্র্যাক হেলথকেয়ার লিমিটেড-এর বিশেষ সুবিধাদির মাধ্যমে আইপিডিসি’র এসএমই জয়ী ক্লায়েন্টরা তাদের প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্যসেবা পাবেন।

ব্র্যাক হেলথকেয়ার লিমিটেড-এর হেড অব হেলথ এন্টারপ্রাইজ ডা. তৌফিকুল হাসান সিদ্দিকী বলেন, “আইপিডিসি জয়ীর সাথে অংশীদারিত্বে নারী উদ্যোক্তাদের এই বিশেষ স্বাস্থ্যসেবার আওতায় আনতে পেরে আমরা আনন্দিত। আমাদের থেকে নারীরা বিশেষ স্বাস্থ্য পরীক্ষার প্যাকেজ ও জয়ী হেলথ কার্ড পাবেন, যার মাধ্যমে আমরা সাশ্রয়ী ও উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে পারবো। নারীরা যাতে সুস্থভাবে নিজেদের ক্যারিয়ার গড়তে পারেন, এই স্বাস্থ্য প্যাকেজগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে।”

বিস্তারিত জানতে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি বা ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের সাথে যোগাযোগ করুন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মুনাফা থেকে বড় লোকসানে বেক্সিমকো

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেড চলতি ২০২৪-২০২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬...

শেরপুরে চোর চক্রের ১০ সদস্য আটক, ৫৫টি মোবাইল উদ্ধার

মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা শহরের রঘুনাথ বাজারের কোরাইশী কমপ্লেক্সে মোবাইল ফোনের দোকানে চুরি করে পালানোর সময় আন্তঃজেলা চোর চক্রের ১০...

অনুমতি ছাড়া গাছ কাটা যাবে না: হাইকোর্টের রায়

কর্পোরেট সংবাদ ডেস্ক: গাছ কাটতে অনুমতি লাগবে বলে এক ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট। তবে গ্রাম পর্যায়ে ব্যক্তি মালিকানার গাছ কাটতে অনুমতি লাগবে না বলে...

দুর্বল ব্যাংক থেকে টাকা ফেরত পাবেন আমানতকারীরা: গভর্নর

অর্থ-বাণিজ্য ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের (বিবি) গভর্নর ড. আহসান এইচ মনসুর আমানতকারীদের আশ্বস্ত করে বলেছেন, তারা দুর্বল ব্যাংক থেকে তাদের টাকা ফেরত পাবেন। তিনি...

ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিনে পর্যটক যাওয়া বন্ধ, হতাশায় ব্যবসায়ীরা

‍মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: ফেব্রুয়ারী থেকে বন্ধ হয়ে যাচ্ছে দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিন যাত্রা। অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ফেব্রুয়ারী মাস থেকে...

অষ্টম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্পোর্টস ডেস্ক: ৭০ জন গলফার নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী ‘অষ্টম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫’ গত শনিবার শেষ হয়েছে। এ প্রতিযোগিতায় ঘাটাইল সেনানিবাস এলাকা ছাড়াও...