নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮০ কোম্পানির ডিভিডেন্ড এবং ইপিএস প্রকাশ সংক্রান্ত বোর্ড সভা আজ সোমবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে ডিভিডেন্ড ঘোষণা করবে: এডভেন্ট ফার্মা, আমরা নেট,আমরা টেকনোলজি, আমান কটন, আলিফ ইন্ডাষ্ট্রিজ, আলিফ ম্যানুফেকচারিং, আনোয়ার গ্যালভেনাইজিং, এসিআই, এসিআই ফর্মুলা, বিডিকম, বেস্ট হোল্ডিং, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, বসুন্ধরা পেপার, ফরচুন সুজ, দেশবন্ধু পলিমার, গ্লোবাল হেভি কেমিক্যালস, সিএন্ডএ টেক্সটাইল, জেমিনি সী ফুড, পেনিনসুলা চিটাগাং, সেন্ট্রাল ফার্মা, ডমিনেজ স্টিল, দেশ গার্মেন্টস, লিগ্যাছি ফুটওয়ার, হাওয়েল টেক্সটাইল, জিবিবি পাওয়ার, হামিদ ফেবিক্স, খান ব্রাদার্স, মেট্রো স্পিনিং, মতিন স্পিনিং, মোজাফফর হোসেন স্পিনিং, কুইনসাউথ টেক্সটাইল, ইন্ট্রাকো সিএনজি, মেঘনা পেট, মেঘনা কনডেন্স মিল্ক, আরডি ফুড, ফুওয়াং সিরামিক, শাইনপুকুর সিরামিক, সমরিতা হাসপাতাল, এসএস স্টিল, সায়হাম টেক্সটাইল, সায়হাম কটন, রেনউইক যজেনশ্বর, নাভানা ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, শাশা ডেনিমস, উসমানিয়া গ্লাস, ওয়াইম্যাক্স, শেফার্ড ইন্ডাষ্ট্রিজ, সিমটেক্স, সিলভা ফার্মা, সাপোর্ট, সাফকো স্পিনিং, স্টাইলক্রাপ্ট, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, এমকে ফুটওয়ার, আছিয়া সী ফুড, হিমাদ্রি, ক্রাপ্টসম্যান এবং মাস্টার এগ্রো।
ইপিএস প্রকাশ করবে- ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক, এনসিসি ব্যাংক, উত্তরা ব্যাংক, আইপিডিসি, এশিয়া ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, গ্রামীণফোন, সমরিতা হাসপাতাল, রেনউইক যজেনশ্বর, ইউনিলিভার, উসমানিয়া গ্লাস, ইস্টার্ন হাউজিং এবং গ্রামীণ-টু মিউচ্যুয়াল ফান্ড।