নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২ অক্টোবর) মোট ৩৯৮ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশ গার্মেন্টস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে দেশ গার্মেন্টস লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৭ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ৫০ পয়সা বা ৭.৮৫ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা আফতাব অটোমোবাইলস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ৬.০৩ শতাংশ।
বুধবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে– সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলিসি, মেঘনা সিমেন্ট মিলস পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, এডিএন টেলিকম লিমিটেড, আমান কর্টন ফেব্রিক্স লিমিটেড, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।