October 6, 2024 - 9:24 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদশীঘ্রই সংকট থেকে বেরিয়ে আসবে সোশ্যাল ইসলামী ব্যাংক: বোর্ড সভা চেয়ারম্যান

শীঘ্রই সংকট থেকে বেরিয়ে আসবে সোশ্যাল ইসলামী ব্যাংক: বোর্ড সভা চেয়ারম্যান

spot_img

কর্পোরেট ডেস্ক : সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের সভা বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম, এফসিএমএ।

এসময় ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম বলেন, খুব শীঘ্রই সোশ্যাল ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াবে। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক তারল্য সংকট নিরসনে এগিয়ে এসেছে। এখন আমরা মন্দ ও খেলাপি বিনিয়োগ আদায়ে জোরালো পদক্ষেপ নিচ্ছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা সংকট থেকে বেরিয়ে আসবো।

উক্ত সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মাকসুদা বেগম, মোঃ মোরশেদ আলম খন্দকার এবং মোঃ আনোয়ার হোসেন, এফসিএ। সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ ফোরকানুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান এবং কোম্পানি সেক্রেটারি মোঃ নাজমুল আহসান, এফসিএস এবং অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ