ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের তারাকান্দায় পানি আনতে টিউবওয়েলে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ফাতেমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে।
রোববার (২২ সেপ্টেম্বর) তারাকান্দা উপজেলার ৩ নং কাকনী ইউনিয়নের গোয়াতলা শশারবাজার এলাকায় বেলা ১১ টার দিকে এই ঘটনাটি ঘটে।
নিহত ফাতেমা আক্তার উপজেলার কাকনী ইউনিয়নের গোয়াতলা শশারবাজার এলাকার মো.হারুন মিয়ার স্ত্রী।
হারুন মিয়া জানান, সকালে বাড়ির পাশের টিউবওয়েলে গোসল করতে ও পানি আনতে যায় আমার স্ত্রী ফাতেমা। কিছুক্ষণ পর আমার বড়ভাই আবুল কাশেম গোয়াল ঘরে যাবার সময় দেখতে পান আমার স্ত্রী টিউবওয়েলের পাশে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তারপর তাঁর ডাকচিৎকারে সবাই সেখানে জড়ো হয়। এ সময় দেখা যায় যে টিউবওয়েলের সাথে যুক্ত মর্টারে সংযোগকৃত বৈদ্যুতিক তারে টিউবওয়েলটির ধাতব অংশ বিদ্যুতায়িত হয়ে রয়েছে। তাতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে আমার স্ত্রী মারা গেছে।
বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানা পুলিশের সেকেন্ড অফিসার লিটন চন্দ্র পাল জানান, থানা পুলিশের এসআই আঃ লতিফের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।