December 28, 2024 - 1:47 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদআইসিএসবি’র চট্টগ্রাম শাখা ও চট্টগ্রামের প্রথম ব্যাচের উদ্বোধন

আইসিএসবি’র চট্টগ্রাম শাখা ও চট্টগ্রামের প্রথম ব্যাচের উদ্বোধন

spot_img

কর্পোরেট ডেস্ক : ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর চট্টগ্রাম শাখার উদ্বোধন এবং চট্টগ্রামের চার্টার্ড সেক্রেটারী (সিএস) কোর্সের প্রথম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) গোল্ডেন প্লাজা, ১৬৯২ সিডিএ অ্যাভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম-৪২২৫-এ অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অধিবেশনে উল্লেখযোগ্য সংখ্যক অতিথি, আইসিএসবি-এর সদস্য এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন, যা আইসিএসবি-এর সম্প্রসারণ প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।

মো. দেলোয়ার হোসেন এফসিএস, চেয়ারম্যান, চট্টগ্রাম রিজিওনাল চ্যাপ্টার সাব কমিটি অনুষ্ঠানটি সঞ্চালন করেন। তিনি দীর্ঘদিনের প্রতিক্ষিত চট্টগ্রাম শাখা প্রতিষ্ঠার ক্ষেত্রে জোরালোভাবে উদ্যোগ নেওয়ার জন্য কাউন্সিলের প্রশংসা করেন এবং নিরলস প্রচেষ্টার জন্য চট্টগ্রাম রিজিওনাল চ্যাপ্টার সাব কমিটির সদস্যদের ধন্যবাদ জানান।

উদ্বোধনী বক্তব্যে মোঃ জাকির হোসেন, সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা চট্টগ্রামের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং এই দিনটিকে আইসিএসবি-এর জন্য একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করেন।

এ.কে.এম. মুশফিকুর রহমান এফসিএস, ভাইস প্রেসিডেন্ট, মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস, ট্রেজারার, সেলিম আহমেদ এফসিএস, কাউন্সিল সদস্য, অলি কামাল এফসিএস, কাউন্সিল সদস্য, মো. শরিফ হাসান এফসিএস, কাউন্সিল সদস্য, মোহাম্মদ হারুন আর রশীদ এফসিএস, কাউন্সিল সদস্য, আবুল ফজল মোহাম্মদ রুবায়াত এফসিএস, কাউন্সিল সদস্য, মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এফসিএস, কাউন্সিল সদস্য, মোঃ আবুল কালাম আজাদ এসিএস, সদস্য সিআরসি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশগ্রহণ করেন। তারা চার্টার্ড সেক্রেটারি পেশার গুরুত্ব ও এর বিভিন্ন বিষয় সম্পর্কে আলোকপাত করেন। চার্টার্ড সেক্রেটারি পেশাকে একটি অনন্য ধারা হিসেবে উল্লেখ করে, পরিশেষে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা শিক্ষার্থীদের প্রশংসা করেন।

চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ডিন, প্রধান এবং অধ্যাপকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ড. সৈয়দ মনজুর কাদের, ডিন, বিজনেস স্কুল, চিটাগাং ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ড. মোঃ আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক এবং মিসেস ফাহমিদা আখতার, সহকারী অধ্যাপক, স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি; অধ্যাপক উৎপল চন্দ্র শীল, বিভাগীয় প্রধান, হিসাববিজ্ঞান বিভাগ; অধ্যাপক মোঃ আমিরুল আনোয়ার চৌধুরী, বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ; সৌরভ কুমার বড়ুয়া, সহযোগী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম এবং ড. মোহাম্মাদ তৌহিদুর রহমান, বিভাগীয় প্রধান, অর্থ ও ব্যাংকিং বিভাগ; মোহাম্মদ হাসেম, বিভাগীয় প্রধান, হিসাববিজ্ঞান বিভাগ; মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ, সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম এবং মোঃ রাকিবুল ইসলাম মায়শান, এফসিএমএ, সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সচিব, চট্টগ্রাম শাখা কাউন্সিল, আইসিএমএবি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তারা আইসিএসবির আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ইনস্টিটিউটের কর্পোরেট গভর্ন্যান্স এবং পেশাগত উন্নয়নে প্রচেষ্টার প্রশংসা করেন। তারা সকলকে শুভেচ্ছা জানান এবং উল্লেখ করেন যে, এই নতুন শাখা আইসিএসবির অংশীজনদের জন্য সহায়ক হবে।

চট্টগ্রাম রিজিওনাল চ্যাপ্টার সাব কমিটির সদস্য মোঃ রিয়াজুল হক শিকদার এফসিএস, রাজীব সাহা এফসিএস, এ এম এম মাইনুদ্দিন মজুমদার এসিএস, এবং মোঃ শামিবুর রহমান এফসিএস, নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব) ও আইসিএসবি-এর অন্যান্য সদস্যগণ সশরীরে এবং ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

আইসিএসবি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম নুরুল আলম এফসিএস, সিএস প্রফেশনের গুরুত্ব এবং কোর্স কারিকুলাম সম্পর্কে আলোকপাত করেন। তিনি তাঁর বক্তব্যে চার্টার্ড সেক্রেটারী পেশাকে কর্পোরেট ক্ষেত্রে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, আকর্ষণীয় এবং সম্মানজনক পেশা হিসাবে আখ্যায়িত করেন এবং ভর্তি হওয়া শিক্ষার্থীদের শিক্ষাগত উৎকর্ষের জন্য প্রচেষ্টা চালাতে অনুরোধ করেন।

আইসিএসবি-এর প্রেসিডেন্ট, মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএস, আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম শাখার উদ্বোধন করেন এবং চট্টগ্রামের প্রথম ব্যাচ, যা সিএস কোর্সের ৫৪তম ব্যাচ এর উদ্বোধন করেন।

তিনি বলেন, আইসিএসবি-এর চট্টগ্রাম শাখা প্রতিষ্ঠা আমাদের কর্পোরেট গভর্ন্যান্সের উৎকর্ষতা বৃদ্ধির দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন। তিনি আইসিএসবি এবং সিএস পেশার সম্ভাবনার কথাও তুলে ধরেন। এই নতুন শাখাটি আইসিএসবি-এর সদস্য এবং শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে কাজ করবে। পরিশেষে তিনি আনুষ্ঠানিকভাবে চট্টগ্রামের নতুন শাখার এবং চট্টগ্রামের প্রথম ব্যাচ, যা সিএস কোর্সের ৫৪তম ব্যাচ এর উদ্বোধন করেন। তিনি সকল সদস্য, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট অংশীজনদের আন্তরিক শুভেচ্ছা জানান।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

৭ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিগুলো হলো ওয়াটা কেমিক্যালস লিমিটেড, ইফাদ অটোস্ পিএলসি, ফরচুন সুজ লিমিটেড, তসরিফা ইন্ডাস্ট্রিজ...

সচিবালয়ে আগুন: প্রাথমিক তদন্ত প্রতিবেদন ৩ দিনের মধ্যে দেওয়ার নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক : সচিবালয়ে আগুন লাগার ঘটনায় গঠিত উচ্চপর্যায়ের কমিটিকে ৩ দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ বন...

কাকরাইল মসজিদে সাদপন্থীদের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ

কর্পোরেট সবাদ ডেস্ক : অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীর কাকরাইল মসজিদে সাদপন্থীদের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে বাংলাদেশের মাওলানা জুবায়ের আহমদের...

উচ্চতা নিয়ে হীনম্মন্যতায় ভুগতেন আমির খান

বিনোদন ডেস্ক : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ হয়েও তিনি নাকি হীনম্মন্যতায় ভুগতেন। ‘দিল চাহতা হ্যায়’, ‘লগান’, ‘রং দে বসন্তী’, ‘থ্রি ইডিয়টস্’-এর মতো ছবি রয়েছে তাঁর...

ইউনিয়ন ব্যাংকের শাখা পর্যায়ে গ্রাহকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইউনিয়ন ব্যাংকের গ্রাহকদের আস্থা অধিকতর বৃদ্ধির লক্ষ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহীগণ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর, ২০২৪) যশোর, কুষ্টিয়া, খুলনা এবং সাতক্ষীরা জেলার...

অবৈধ বিদেশি নাগরিকদের জন্য সময়সীমা বেঁধে দিলো সরকার

কর্পোরেট সংবাদ ডেস্ক : অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের আগামী ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জনের সময়সীমা বেঁধে দিয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।...

ন্যাশনাল ফাইন্যান্স ও ফিনটেক হাবের মধ্যে চুক্তি স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক: ন্যাশনাল ফাইন্যান্স ও ফিনটেক হাবের মধ্যে মঙ্গলবার (২৪ ডিসেম্বর, ২০২৪) একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে ন্যাশনাল ফাইন্যান্স ফিনটেক হাবের...