September 19, 2024 - 6:37 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশসিংগাইরে ত্রিমুখী সংঘর্ষে যুবকের মৃত্যু

সিংগাইরে ত্রিমুখী সংঘর্ষে যুবকের মৃত্যু

spot_img

সাইফুল ইসলাম তানভীর, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে হ্যালোবাইক, বেড ফোড ট্রাক ও পিকআপ গাড়ীর ত্রিমুখী সংঘর্ষে হ্যালোবাইকের যাত্রী আরিফ হোসেন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে চালক সোহেল রানা (২৫)।

নিহত আরিফ উপজেলার ধল্লা ইউনিয়নের খাশেরচর গ্রামের নুরুল হকের ছেলে ও আহত সোহেল রানা একই এলাকার মৃত.ফজল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.জাহিদুল ইসলাম।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দেওলী কবরস্থান সংলগ্ন সড়কে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধল্লা ইউনিয়নের খাশেরচর গ্রাম থেকে পেঁপে ভর্তি একটি হ্যালো বাইক নিয়ে জয়মন্টপ ইউনিয়নের কিটিংচর কাচামালের আড়ৎ এ যাওয়ার সময় উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দেওলী কবরস্থান নামক স্থানে পৌঁছালে ঢাকাগামী বেড ফোড ট্রাক ও পিকআপের সঙ্গে হ্যালোবাইকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে হ্যালো বাইকের চালক ও যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হ্যালোবাইকে থাকা আরিফকে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত হ্যালোবাইক চালক সোহেল রানাকে সাভারস্থ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করেন।

এদিকে, বেড ফোড ট্রাক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও পিকআপ গাড়িটি স্থানীয়রা আটক করেছেন। এসময় চালক পালিয়ে যায়।

এ ব্যাপার সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ