কর্পোরেট ডেস্ক : নির্মাণ শিল্পে দেশের শীর্ষস্থানীয় ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত দেশের অন্যতম মর্যাদাপূর্ণ এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড অর্জন করেছে। রেস্পন্সিবল প্রোডাকশন এন্ড কনজাম্পশন ক্যাটাগরিতে অর্জিত এই পুরস্কারটি জিপিএইচ ইস্পাতের দৃঢ়তায় এনেছে নতুন এক অনুপ্রেরণা। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড অর্জন করলো জিপিএইচ ইস্পাত।
জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, নির্বাহী পরিচালক (ফাইন্যান্স এন্ড বিজনেস ডেভেলপমেন্ট) কামরুল ইসলাম এফসিএ, চিফ পিপল অফিসার শারমিন সুলতান এবং প্রতিষ্ঠানটির অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ প্রধান অতিথির নিকট থেকে পুরস্কারটি গ্রহণ করে।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম কর্তৃক আয়োজিত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচতারা হোটেলে দেশের বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠানের শীর্ষপর্যায়ের কর্মকর্তা, প্রখ্যাত শিক্ষাবিদ এবং বিজয়ী অংশগ্রহণকারীদের উপস্থিতিতে উক্ত পুরস্কার প্রদানের অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড বাংলাদেশে একটি অত্যন্ত সমাদৃত এবং প্রশংসিত সম্মাননা পুরস্কার যা দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলেও ব্যাপক পরিচিতি লাভ করেছে। অনুষ্ঠানটিতে বিশেষজ্ঞ বিচারকমন্ডলীদের সমন্বয়ে গঠিত প্যানেল কর্তৃক বিভিন্ন ক্যাটেগরিতে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হয়।
জিপিএইচ ইস্পাত স্টেট অব আর্ট সম্মৃদ্ধ ফ্যাক্টরিতে ১০০% স্ক্র্যাপ রিসাইক্লিং করে ব্যবহার করা হয়, যার কারণে প্রচলিত ইন্ডাকশন ফার্নেসের তুলনায় ৭০% শক্তির অপচয় কম হয়। এমনকি, পরিবেশগত মান বজায় রাখতে, স্ক্র্যাপ সংগ্রহে জিপিএইচ ইস্পাত নির্বাচন করে সেসব স্ক্র্যাপ সরবরাহকারী যারা পরিবেশের প্রতি যত্নশীল।
জিপিএইচ ইস্পাত সবসময় বিশ্বাস করে সাস্টেইনেবল ডেভেলপমেন্টে। ভারী এই শিল্পখাতে বাংলাদেশকে নতুন করে পরিচয় করিয়ে দিতে এবং দেশীয় ইস্পাত শিল্পকে উত্তরোত্তর প্রযুক্তিগত উৎকর্ষে এগিয়ে নিতে দেশে জিপিএইচ ইস্পাতই সর্বপ্রথম এনেছে অটোমেশন লেভেল ২.০ এবং ইন্ডাস্ট্রি লেভেল ৪.০ সমৃদ্ধ স্টেট অব আর্ট টেকনোলজি। সম্পূর্ণ কম্পিউটারাইজড এবং ইন্টিগ্রেটেড এই ডিজিটাল শিল্প-প্রযুক্তি ইন্ডাস্ট্রি ৪.০ নামেও বহুল পরিচিত। ফলে জিপিএইচ ইস্পাত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্টিলের গুণগত মান নিশ্চিত করেই দেশের একমাত্র কোয়ান্টাম প্রযুক্তির স্টিল প্রস্তুত ও বিপণন করছে।
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৪ অর্জনের মাধ্যমে জিপিএইচ ইস্পাতের অবস্থান দেশের ইস্পাত শিল্প পরিমণ্ডলে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এদেশের মানুষের দৃঢ় সংকল্পই জিপিএইচ ইস্পাতের বিশ্বসেরা হওয়ার এই রূপান্তর সম্ভব হয়েছে। শ্রেষ্টত্বের স্বীকৃতিতে জিপিএইচ ইস্পাতের পরিচালনা পর্ষদ আন্তরিকভাবে কৃতজ্ঞ সম্মানিত সকল ক্রেতা, প্রকৌশলী, শুভানুধ্যায়ী ও দেশের মানুষের কাছে। উৎকর্ষের পথে অবিরাম ছুটে চলতে জিপিএইচ ইস্পাত সবসময় বদ্ধপরিকর।