October 6, 2024 - 7:22 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদআইসিএসবি’র আয়কর আইন বিষয়ক প্রশিক্ষণ আয়োজিত

আইসিএসবি’র আয়কর আইন বিষয়ক প্রশিক্ষণ আয়োজিত

spot_img

কর্পোরেট ডেস্ক: ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) রোববার (২৪ আগস্ট) গুলশানে অবস্থিত হোটেল বেঙ্গল ক্যানারি পার্ক-এ “আয়কর আইন- ২০২৩ অনুসারে কোম্পানি ও ব্যক্তি পর্যায়ে আয়কর রিটার্ন ফাইলিং” বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।

আইসিএসবি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রশিক্ষণ সমন্বয়কারী এম নুরুল আলম এফসিএস সকল অংশগ্রহণকারীদের স্বাগত জানান, রিসোর্স পার্সনদের সাথে পরিচয় করিয়ে দেন এবং প্রশিক্ষণের উদ্দেশ্য তুলে ধরেন।

তিনি বলেন, আইসিএসবি-এর এই উদ্যোগ অবশ্যই অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি করবে এবং তাদের জ্ঞানকে প্রয়োজনের সাথে সঙ্গতিপূর্ণ রাখতে সহায়তা করবে। তিনি আরো বলেন, আগামী দিনেও দেশের কোম্পানি সচিব ও কর্পোরেট নির্বাহীদের পেশাগত মানোন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন- অপূর্ব কান্তি দাস, সাবেক সদস্য (কর আপীল ও অব্যাহতি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর); ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ মামুন, মহাপরিচালক, বিসিএস (কর) একাডেমি; সারওয়ার হোসেন খান, উপ-পরিচালক, ট্যাক্স অ্যান্ড ফিসকাল কমপ্লায়েন্স, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড এবং দীপঙ্কর দত্ত এসিএস, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও), ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল লিমিটেড।

প্রশিক্ষণের সময়, রিসোর্স পার্সনগণ আয়কর আইন- ২০২৩ অনুযায়ী কোম্পানি ও ব্যক্তি পর্যায়ে আয়কর রিটার্ন ফাইলিং এর বিশেষ আলোচ্য বিষয়সমূহ তুলে ধরেন এবং বিস্তারিত আলোচনা করেন।

বিভিন্ন সরকারী সংস্থা, কর্পোরেট হাউস থেকে উল্লেখযোগ্য সংখ্যক অংশগ্রহণকারী প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন। প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এ.কে.এম. মুশফিকুর রহমান এফসিএস, ভাইস প্রেসিডেন্ট এবং মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এফসিএস, কাউন্সিল সদস্য। ইনস্টিটিউটের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন আইসিএসবি-এর সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন। পরিশেষে, আইসিএসবি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম নুরুল আলম এফসিএস অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ