December 23, 2024 - 6:52 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট ভয়েসমোহাম্মদ আমিরুল হক, এমডি, প্রিমিয়ার সিমেন্ট মিলস

মোহাম্মদ আমিরুল হক, এমডি, প্রিমিয়ার সিমেন্ট মিলস

spot_img

প্রিমিয়ার সিমেন্ট মিলসের এমডি মোহাম্মদ আমিরুল হক। শিপিং দিয়ে ব্যবসা শুরু করলেও বিশাল এক শিল্পপরিবার গড়ে তুলেছেন তিনি। এখন তার ৩০ প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার ৩০০০ কোটি টাকা। ব্যবসায়ী এই নেতা ১৫ বছর চিটাগং চেম্বারের ও চার বছর এফবিসিসিআইর পরিচালক ছিলেন। ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি নিয়ে সঙ্গে কথা বলেছেন তিনি।

প্রশ্ন :আপনার ব্যবসা শুরুর গল্প জানতে চাই?

আমিরুল হক: আমার বাবা নুরুল হক একজন আইনজীবী হলেও শিপিং এজেন্সি ব্যবসা ছিল তার। সে সময় এটি খুব রমরমা ব্যবসা ছিল। এর পর আমি হাল ধরি সীকম শিপিংয়ের। একপর্যায়ে বিসিআইসির সারও রফতানি শুরু করি। পর্যায়ক্রমে কক্সবাজারে হ্যাচারি, ব্যাগের ফ্যাক্টরি ও রাবার বাগান গড়ে তুলি। আসলে বন্দরকেন্দ্রিক ব্যবসা করেই উত্থান হয়েছে আমাদের।

প্রশ্ন:বন্দর দিয়ে উত্থান হলেও এখন কেন এ ব্যবসা গুটিয়ে আনছেন?

আমিরুল হক: মেসার্স ক্ল্যাসিক করপোরেশন গঠন করে ১৯৯৫ সালে প্রথম বন্দরে বেসরকারি খাতে সরঞ্জাম আনি আমরা। প্রথমে আনা হয় স্ট্রাডল ক্যারিয়ার। কিন্তু রাজনৈতিক অস্থিরতায় ১৬ মাস এসব সরঞ্জাম প্যাকেটবন্দি ছিল। অথচ জনতা ব্যাংক থেকে ১২ কোটি টাকা ঋণ নিয়ে এগুলো আনা হয়। হতাশ হলেও ভেঙে পড়িনি। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বেসরকারি খাতকে প্রাধান্য দেন। এরপর আরও চারটা স্ট্রাডল ক্যারিয়ার আনি। স্বার্থান্বেষী মহল বাধা দিচ্ছিল তখনও। দেখলাম, বন্দরের বার্থ ও টার্মিনাল অপারেটর শুধু শ্রমিক সাপ্লাই দেয়, সরঞ্জাম কেনে না। তাই বন্দর থেকে দূরে সরে মনোযোগ দিলাম শিল্পায়নে। মনে হচ্ছিল, শিল্পকারখানা করলেই মানুষের কর্মসংস্থান হবে। উপকার হবে দেশেরও।

প্রশ্ন: সিমেন্ট ছাড়া আপনাদের বিনিয়োগ নিয়ে জানতে চাই?

আমিরুল হক: ২০০১ সালে ৪০ কোটি টাকা বিনিয়োগে প্রিমিয়ার সিমেন্ট স্থাপন করি। এখন এর টার্নওভার এক হাজার কোটি টাকা। ২০১০ সালে অধিগ্রহণ করি ন্যাশনাল সিমেন্ট ফ্যাক্টরি। মংলায় ২০১০ সালে একটা ট্যাঙ্ক টার্মিনাল করেছি। এর সঙ্গে অয়েল ট্যাঙ্কার দিয়ে জাহাজ ব্যবসা শুরু করি ১৯৯১ সালে। এখন লাইটারসহ জাহাজ আছে ৪০টি। মেঘনা নদীর তীরে পেট্রোকেমিক্যাল রিফাইনারি গড়ে তুলি ২০১২ সালে। একই বছর মংলায় এডিবয়েল অয়েল রিফাইনারি প্রতিষ্ঠা করি। এখন ১২৫ কোটি টাকা ব্যয়ে এলপিজি টার্মিনাল নির্মাণ করছি। ২০১৭ সালে উৎপাদনে আসবে এটি। লক্ষ্য আছে, বিনিয়োগ বাড়িয়ে ২০২১ সালের মধ্যে এটি ৩০০ কোটিতে নিয়ে যাব। একটা শিপ বিল্ডিং ইয়ার্ড করার স্বপ্ন বাস্তবায়ন করেছি ধলেশ্বরী নদীর তীরে। এখানে বিনিয়োগ বাড়াতে চাই ১৫০ কোটি টাকা।

প্রশ্ন: প্রিমিয়ার সিমেন্টের পরিধি বাড়াচ্ছেন কীভাবে?

আমিরুল হক: প্রিমিয়ার সিমেন্টের বর্তমান নয় হাজার টন দৈনিক উৎপাদন ক্ষমতা বাড়িয়ে ২৪ হাজার টন করতে ৪০০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। ঢাকায় কারখানার আকার বড় করা হচ্ছে। এখন নির্মাণকাজ করছে বিশ্বসেরা ‘এফএল স্মিথ’ কোম্পানি। ২০১৮ সালে বর্ধিত এ প্রকল্প উৎপাদনে যাবে। আমাদের কারখানাকে পরিবেশবান্ধব করতে ভিআরএম পদ্ধতি ব্যবহার করে ফ্যাক্টরি সম্প্রসারণ করা হচ্ছে। এতে ৪০ শতাংশ জ্বালানি বাঁচবে।

প্রশ্ন: দেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে আপনি কতটা সন্তুষ্ট?

আমিরুল হক :বিনিয়োগের পরিবেশ নেই- এ কথা বিশ্বাস করি না। রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছা থাকার পরও আমলাতান্ত্রিক জটিলতার কারণে দেশ কাঙ্ক্ষিত গতিতে এগোচ্ছে না। আগামী দুই দশকে বাংলাদেশ পাল্টে যাবে। মানবসম্পদের পাশাপাশি এ দেশের উদ্যোক্তারাও বিশ্বমানের। আমি মনে করি, এশিয়ার শ্রেষ্ঠ বিনিয়োগ পরিবেশ আছে বাংলাদেশে।

প্রশ্ন: ব্যবসাবান্ধব পরিবেশের জন্য আর কী করতে পারে সরকার?

আমিরুল হক: শুধু সরকারের সমালোচনা করা ঠিক নয়। সরকার কাউকে জমি কিনে দেবে না। তবে বিনিয়োগের প্রতিবন্ধকতা কিছুটা কমিয়ে দিতে পারে। ব্যাংক সুদের স্প্রেড মুনাফা কমানো যেতে পারে। বিদেশি বিনিয়োগের জন্য হাপিত্যেশ না করে দরকার দেশি শিল্পের দৃঢ় অবস্থান। বাংলাদেশ ব্যাংক এটা নির্ধারণ করে দিতে পারে। ‘ফরেন কারেন্সি লোন’ আনার প্রক্রিয়াও সহজ করা যেতে পারে। ২০০০ সালেও সিমেন্ট আমদানি হতো; অথচ এখন রফতানি করছি আমরা। কনডেনসেড মিল্ক, ওষুধ, ঢেউটিন, টাইলস, সিমেন্ট ও চালের মতো পণ্যও আমদানির বদলে রফতানি করছি। আড়াই কোটি টন সিমেন্ট উৎপাদন হয়েছে এ বছর। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হওয়ায় সিমেন্টের চাহিদা বাড়ছে। মানুষের ক্রয়ক্ষমতাও বাড়ছে। যোগাযোগ ব্যবস্থারও অনেক উন্নতি হয়েছে। অবকাঠামো নির্মাণসহ সার্বিক উন্নয়নে সরকারের মনোযোগ ছিল বলেই পাল্টে যাচ্ছে মানুষের আর্থসামাজিক অবস্থা। ব্যবসাবান্ধব পরিবেশ পেলে ২০২৫ সালের মধ্যে এশিয়ার শীর্ষ পাঁচ দেশের একটি হবে বাংলাদেশ | সূত্র: সমকাল।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

এনসিসি ব্যাংকের ভুলতা উপশাখার উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এনসিসি ব্যাংক এর ভুলতা উপশাখা রবিবার (২২ডিসেম্বর) আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করেছে। এনসিসি ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ...

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নওয়াপাড়া শাখার উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি‘র ২০৬ তম শাখা হিসেবে নওয়াপাড়া শাখা, যশোর রবিবার (২২ ডিসেম্বর,২০২৪) উদ্বোধন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল...

এআইইউবি জব ফেয়ারে আইএফআইসি ব্যাংকের অংশ গ্রহণ

কর্পোরেট ডেস্ক: শিক্ষাজীবন থেকে পেশাগত জীবনে উত্তরণের সেতুবন্ধনের যাত্রায় বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অনস্বীকার্য। তরুণদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ক্যারিয়ারের সঠিক পথ নির্ধারণে সহায়তার লক্ষ্যে আইএফআইসি...

৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিগুলো হলো তমিজুদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি, রিং শাইন টেক্সটাইল লিমিটেড ও শেফার্ড ইন্ডাস্ট্রিজ...

রাইট শেয়ারের মূল্য কমালো কনফিডেন্স সিমেন্ট

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি কনফিডেন্স সিমেন্ট পিএলসির পরিচালনা পর্ষদ কোম্পানিটির পরিশোধিত মূলধন বাড়াতে রাইট শেয়রের ইস্যু মূল্য ১০ টাকা কমানোর সিদ্ধান্ত...

সাউথইস্ট ব্যাংকের ডিপিএস ও ঋণের কিস্তি দেওয়া যাবে নগদে

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংকের ডিপিএস এবং ঋণের কিস্তি পরিশোধ করা যাবে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে। সম্প্রতি সাউথইস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে...

ইসলামী ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

কর্পোরট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা রবিবার (২২ ডিসেম্বর, ২০২৪) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির...

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এজিএমের সময় পরিবর্তন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে,...