January 24, 2025 - 11:31 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসম্পাদকীয়বিশ হাজার টন চাল লোপাট; মূল হোতাদের দ্রুত আইনের আওতায় আনা হোক

বিশ হাজার টন চাল লোপাট; মূল হোতাদের দ্রুত আইনের আওতায় আনা হোক

spot_img

দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার এ বছর হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্যোগ নেয়। সে অনুযায়ী এ বছরের ৭ সেপ্টেম্বরে কুড়িগ্রামের চিলমারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি উদ্বোধন করেন। সেদিন থেকে শুরু হয় খাদ্যবান্ধব এ কর্মসূচি। সরকারের এ ধরনের উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। দেশের হতদরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তার জন্য এ রকম উদ্যোগ সত্যিকার অর্থেই প্রয়োজন। কিন্তু এ কর্মসূচীর শুরুর পর থেকে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠতে থাকে। একটি বিশেষ কুচক্রী মহল সরকারের বিতরণ করা এসব চাল নিয়ে রীতিমত ব্যবসা ও রাজনীতি করছে। হতদরিদ্রদের চাল নিজেদের কাছে মজুদ রেখে পরে অন্য জায়গায় বেশি দামে বিক্রির অভিযোগ রয়েছে তাদের নামে। এ রকম অনিয়ম ও দুর্নীতি করে প্রায় ২০ হাজার টন চাল বিক্রি করেছে বলে জানা গেছে। বিষয়টি অত্যন্ত লজ্জাকর ও দু:খজনক। 

এ কর্মসূচীর প্রথম তিন মাসে এ রকম বিশেষ কুচক্রী মহল ২০ হাজার টন চাল বিক্রি করে লুটে নিয়েছে প্রায় ৫০ কোটি টাকা। ২ লাখ ১৮ হাজার ভুয়া কার্ড বানিয়ে এসব চাল তুলে নিয়েছে তারা, যাদের বেশিরভাগই ক্ষমতাসীন দলের সাথে সম্পৃক্ত। ফলে যাদের এ কর্মসূচীর মাধ্যমে উপকৃত হবার কথা, তাদের অনেকেই বঞ্চিত হয়েছে। ফলে সরকারের নেয়া খাদ্যবান্ধব কর্মসূচীর সফল বাস্তবায়ন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

মোট ৫০ লাখ পরিবারকে এ কর্মসূচীর আওতায় আনার কথা থাকলেও ৮৮ হাজার ১৯৪ পরিবার এখনো এর আওতায় আসতে পারেনি। অথচ এ সময়ের মধ্যে ৩ লাখ ৮৮ হাজার ৭৭৩ টন চাল উত্তোলন করা হয়েছে এবং বিক্রি হয়েছে মোট ৩ লাখ ৮৮ হাজার ৬৯৫ টন। অর্থাৎ, এখনো অবিক্রিত আছে ৭৮ টন চাল। অবশ্য খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের সূত্র বলছে, এ তিন মাসে মোট ৪৯ লাখেরও বেশি পরিবার এ কর্মসূচীর সুবিধা পেয়েছে। তিন মাসে যে ২ লাখ ১৮ হাজারের বেশি ভুয়া ফেয়ার প্রাইজ কার্ড বানানো হয় তার প্রায় সবগুলোই করে মাঠ পর্যায়ের সরকারদলীয় লোকরা। কার্ডপ্রতি মাসে ৩০ কেজি চাল তোলা হলে এই ২ লাখ ১৮ হাজার কার্ড দিয়ে তুলে নেওয়া হয়েছে প্রায় ২০ হাজার টন চাল। এই চাল কুচক্রীরা বাজারে কেউ ২০ টাকায় আবার কেউ ৩০ টাকায় বিক্রি করেছে। গড়ে ২৫ টাকা কেজি ধরলে ২০ হাজার টন চাল বিক্রি করে এই চক্র হাতিয়ে নিয়েছে প্রায় ৫০ কোটি টাকা। 

ইতিমধ্যে দলীয় ডিলার বাতিল করা হয়েছে ১৩০টি এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে ১০ লাখ টাকারও বেশি। অনিয়মের সঙ্গে জড়িত থাকার অপরাধে খাদ্য অধিদফতরের আট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জানা যায়, রংপুর বিভাগে ৫৭ হাজার ৮০২টি, গাইবান্ধায় জেলায় ১৫ হাজার ২৮২টি, রাজশাহী বিভাগে ১৯ হাজার ৮১২টি, ঢাকা বিভাগে ১৭ হাজার ৫১৫টি এবং ময়মনসিংহ জেলায় ১২ হাজার ৪৬৩টি ভূয়া কার্ড বানানো হয়েছে।

সরকারের নেয়া এ রকম একটি গুরুত্বপূর্ণ উদ্যোগে যারা এ রকম দুর্নীতি করেছে তাদের কোনভাবে ছাড় দেয়া উচিত নয়। দুর্নীতিরও একটি সীমা থাকে। কিন্তু হতদরিদ্রদেরকে বঞ্চিত করে যারা এভাবে লাভবান হয়েছে তারা অবশ্যই দুর্নীতির পাশাপাশি মানবিকগত দিক থেকেও অপরাধী। যারা এর নেপথ্যে আছে তাদের বেশিরভাগই ক্ষমতাসীন দলের। পূর্বে অনেক ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের বিভিন্ন অপরাধ ও দুর্নীতি করে পার পেয়ে যাওয়ার অনেক নজির এ দেশে আছে। অপরাধীর কোন দলীয় পরিচয় থাকতে পারে না। যারাই প্রকৃত অপরাধী তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করলে অপরাধীর সংখ্যা হয়ত হ্রাস পাবে।

সরকার হতদরিদ্রদের স্বল্পমূল্যে চাল বিক্রির প্রশংসনীয় কর্মসূচি সুষ্ঠভাবে বাস্তবায়ন হোক, প্রকৃত ব্যক্তিরা এর সুফলভোগী হোক এটাই সবার প্রত্যাশা। পাশাপাশি, অপরাধী চক্র যাদের কারণে সরকারের প্রশংসিত কর্মসূচি বাস্তবায়নে বাধাগ্রস্ত হচ্ছে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। 
 

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মুক্তিযোদ্ধা শামসুল হক স্মৃতি ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম শামসুল হক স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার...

গাজীপুরে রেল ক্রসিংয়ে প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর

মোশারফ হোসেন, গাজীপুর প্রতিনিধ: গাজীপুরের কোনাবাড়ী খোলা পাড়া এলাকায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত দশটার...

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

কর্পোরেট সংবাদ ডেস্ক: বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘বাংলাদেশ বিনিয়োগ প্রক্রিয়া সহজ...

বগুড়ায় রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে

বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে অর্ধকোটি টাকা ব্যয়ে একটি রাস্তা নির্মাণের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। অভিযোগ এসেছে ঠিকাদার জাহিরুল ইসলাম নিম্নমানের ইট,...

কনফিডেন্স সিমেন্টের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্ট পিএলসির পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৩০ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই...

ফাঁকা বাসায় ডেকে নিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অতঃপর

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় এগারো বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো.শাহাজাহান (৬৫) নোয়াখালী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের পশ্চিম...

গ্রাহকপ্রিয়তার শীর্ষে উঠার প্রত্যয়ে ওয়ালটন ক্যাবলসের ‘বিজনেস পার্টনার্স মিট-২০২৫’ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ‘ওয়ালটন ক্যাবলস- নিরাপদ আগামীর সংযোগ’ স্লোগানে গাজীপুরের চন্দ্রায় দেশের সুপারব্র্যান্ড ওয়ালটনের হেডকোয়ার্টার্সে উৎসবমুখর পরিবেশে ওয়ালটন ক্যাবলসের ‘বিজনেস পার্টনার্স মিট-২০২৫’ শীর্ষক বার্ষিক সম্মেলন...

চুয়াডাঙ্গা নার্সিং ইন্সটিটিউটের ৫টি চেয়ার মেরামতে খরচ ৬২ হাজার!

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: একের পর এক বেরিয়ে আসছে চুয়াডাঙ্গা নার্সিং ইন্সটিটিউটের অনিয়ম-দুর্নীতির চিত্র। এবার আরও ভয়াবহ অনিয়মের তথ্য পাওয়া গেছে। মাত্র ৫টি...