April 27, 2025 - 2:44 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeতথ্য-প্রযুক্তিঈদে ভিভো ভি৫০ ফাইভজি: ট্রেন্ডসেটিং ক্যামেরা ও পারফরম্যান্স

ঈদে ভিভো ভি৫০ ফাইভজি: ট্রেন্ডসেটিং ক্যামেরা ও পারফরম্যান্স

spot_img

কর্পোরেট ডেস্ক: মাত্র তিন দিনেই স্মার্টফোনপ্রেমীদের মন জয় করে নিয়েছে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ভি৫০ ফাইভজি। চমৎকার ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি, দ্রুত পারফরম্যান্স ও প্রিমিয়াম ডিজাইন – সব মিলিয়ে এই স্মার্টফোনটি হয়ে উঠছে প্রযুক্তিপ্রেমীদের প্রথম পছন্দ।

পোর্ট্রেট ফটোগ্রাফির সেরা অভিজ্ঞতা
ভিভো ভি৫০ ফাইভজি তার ৫০ মেগাপিক্সেল জাইস অল মেইন ক্যামেরা এবং জাইস মাল্টিফোকাল পোর্ট্রেট প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফটোগ্রাফিতে নতুন মাত্রা যোগ করেছে। অত্যাধুনিক ইমেজিং সিস্টেমের কারণে ছবিগুলো হয় আরও স্পষ্ট, প্রাণবন্ত ও পেশাদার মানের। এর বড় সেন্সর এবং এআই লাইটিং সিস্টেম ২.০ রাতের ছবিগুলোকে করে আরও উজ্জ্বল ও ন্যাচারাল। আর ডিএসএলআর লেভেলের স্ট্যাবিলাইজেশন নিশ্চিত করে ঝকঝকে ও সুস্পষ্ট ফটোগ্রাফি। মাল্টিফোকাল অপশন ব্যবহার করে ২৩ মি.মি., ৩৫ মি.মি., ও ৫০ মি.মি. ফোকাল লেন্থে ছবি তোলার সুবিধা পাওয়া যাবে, যা আপনাকে দিবে প্রফেশনাল ক্যামেরার অভিজ্ঞতা। সেলফির জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেলের জাইস গ্রুপ সেলফি ক্যামেরা, যা ওয়াইড-এঙ্গেল লেন্স ও এআই অরা পোর্ট্রেট লাইট ২.০ প্রযুক্তি দিয়ে প্রতিটি ফ্রেমকে করে তোলে নিখুঁত ও আকর্ষণীয়।

ডিজাইন: স্লিম, স্টাইলিশ এবং প্রিমিয়াম
ভিভো ভি৫০ ফাইভজি ফোনটি স্লিম ও স্টাইলিশ লুকের মাধ্যমে স্মার্টফোনের ডিজাইনকেও নতুন এক পর্যায়ে নিয়ে গেছে। ৬.৭৭ ইঞ্চি ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ৪৫০০ নিটস উজ্জ্বলতা ফোনটির ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে অত্যন্ত স্মুথ এবং জীবন্ত করে তোলে। এর আল্ট্রা-ন্যারো বেজেল স্ক্রিন ব্যবহারকারীদের জন্য চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। ৬০০০ এমএএইচ ব্যাটারি সত্ত্বেও, ফোনটির স্লিম ডিজাইন আধুনিক সিলিকন-কার্বন প্রযুক্তিতে তৈরি, যা প্রিমিয়াম এবং আর্কষণীয় দেখায়।

ফোনটির অত্যন্ত হালকা ওজন হওয়াতে দীর্ঘক্ষণ আরামদায়কভাবে ব্যবহার করা যায়। এছাড়াও আলট্রা স্লিম ফোরডি ইনফিনিটি কার্ভড স্ক্রিন দেখতেও বেশ আধুনিক। ফোনটির স্ট্যারি ব্লু সংস্করণে ইন্ডাস্ট্রি ফার্স্ট হলোগ্রাফিক প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে, যা থ্রিডি ইফেক্ট তৈরি করে। আর স্যাটিন ব্ল্যাক রঙটি এ ফোনকে একটি আভিজাত্যের প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরে।

স্মুথ এবং ফাস্ট পারফরম্যান্স
ফোনটিতে থাকা কোয়ালকম স্ন্যাপড্রাগন® ৭ জেন ৩ এই ফোনে একাধিক কাজ পরিচালনা করার জন্য অত্যন্ত দ্রুত এবং স্মুথ করে তোলে। ভিভো ভি৫০ ফাইভজি এ পাওয়া যাবে ১৫% দ্রুত সিপিইউ, ৫০% শক্তিশালী জিপিইউ। এর প্রসেসরটি নির্মিত ২.৬ গিগাহার্জ অক্টা-কোর এবং ৪ ন্যানোমিটার প্রযুক্তিতে, যা ফাস্ট এবং স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করে। স্মার্টফোনটির রম স্পেস ব্যবহার করে এর ১২ জিবি র‍্যাম কাজে লাগিয়ে একসাথে প্রায় ৪০টি অ্যাপ চালানো সম্ভব হয়। এটি দীর্ঘক্ষণ ব্যবহারের পরেও দ্রুত পারফরম্যান্স প্রদান করে।

প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী সুরক্ষা
ভিভো ভি৫০ ফাইভজি ফোনটি অত্যন্ত টেকসই। এর কোয়াড-কার্ভড প্রোটেকটিভ কেস এবং কুশনিং স্ট্রাকচার ফোনটিকে দুর্ঘটনাবশত পড়ে গেলেও অতিরিক্ত সুরক্ষা প্রদান করে। গোরিলা গ্লাস এবং ডায়মন্ড অ্যান্টি-ড্রপ ফিল্ম এর সহনশীলতা আরও বাড়িয়ে দিয়েছে, যা স্ক্র্যাচ বা ফাটল থেকে সুরক্ষা দেয়।

ফানটাচ ওএস ১৫ ও এআই: স্মার্ট পারফরম্যান্স
ফানটাচ ওএস ১৫ এবং গুগল জেমিনি এআই প্রযুক্তি ভিভোর এ ফোনকে গেমিং, মাল্টিটাস্কিং ও ছবি-ভিডিও এডিটিংয়ে বাধাহীন এবং দ্রুত পারফরম্যান্স দেয়। এই প্রযুক্তি ৬০ মাস পর্যন্ত স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করে। এআই ফিচারগুলো, যেমন ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, সার্কেল টু সার্চ, এবং লাইভ টেক্সট অপশন, দৈনন্দিন কাজগুলো আরও সহজ, স্মার্ট এবং দ্রুত করে তোলে।

৬০০০ এমএএইচ এর ব্লুভোল্ট ব্যাটারি
ভিভো ভি৫০ ফাইভজি ফোন দিচ্ছে নতুন মানের ব্যাটারি পারফরম্যান্স, যার মধ্যে রয়েছে ৬০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি এবং সিলিকন-কার্বন অ্যানোড প্রযুক্তি। এর ফলে ফোনটি স্লিম ও স্টাইলিশ লুক প্রদান করেও শক্তিশালী ব্যাটারি পারফরম্যান্স নিশ্চিত করে। ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জের মাধ্যমে মাত্র ১০ মিনিটে ৬ ঘণ্টা ফোনকল এবং ২১ ঘণ্টা পর্যন্ত ইউটিউব প্লে-ব্যাক চালানো সম্ভব। এআই স্লিপ মোড এবং ব্লুভোল্ট ব্যাটারি সিস্টেমের কারণে একবার চার্জে পুরোদিন ব্যবহারের সুবিধা পাওয়া যায়। এছাড়া ভিভোর ব্যাটারি হেলথ অ্যালগরিদম ৪ বছর পর্যন্ত টেকসই পারফরম্যান্স নিশ্চিত করে।

এদিকে ১০ মার্চ থেকে ভিভোতে শুরু হয়েছে ‘ভিভো ফটোগ্রাফি ক্রনিকল’ #vivoTheMoment ক্যাম্পেইন, যা চলবে ৪ এপ্রিল পর্যন্ত। এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে আপনি জিতে নিতে পারেন ভিভো ভি৫০ ফাইফজি স্মার্টফোন বা আরও বেশ কিছু আকর্ষণীয় পুরস্কার। ক্যাম্পেইনটির বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার জন্য চোখ রাখুন ভিভোর অফিসিয়াল পেইজে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিলেট অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি'র সিলেট অঞ্চলের শাখা ও উপশাখাসমূহের 'বিজনেস রিভিউ মিটিং' ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার স্থানীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ব্যাংকের...

নিখোঁজের দুই দিন পর সেপটিক ট্যাংক থেকে সাবেক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে নিখোঁজের দুই দিন পর একটি বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে সাবেক এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।...

২০০১ সালের পর অবাধ সুষ্ঠু নির্বাচন দেশে দেখা মিলেনি, নাসের রহমান

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র ও বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন, আগামীতে...

সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নি-হ-ত

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (১৭) নামের এক কিশোর নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪শে এপ্রিল) সকালের দিকে উপজেলার বরমচাল ইউনিয়নের পূর্ব...

খেলতে গিয়ে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে বালতির পানিতে ডুবে ২২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আলফাজুল ইসলাম উপজেলার চরজুবলি ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বোরহান উদ্দিন...

শেরপুরে নির্জন করতোয়ার ধারে যুবকের নিথর পঁচা দেহ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের চন্দিযান শ্মশান সংলগ্ন করতোয়া নদীর ধারে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল)...

শয়তানের সঙ্গে কম্প্রোমাইজ হলেও আওয়ামী লীগের সঙ্গে নয়: টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, “শয়তানের সঙ্গে কম্প্রোমাইজ হলেও আওয়ামী লীগের সঙ্গে নয়।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,...