কর্পোরেট ডেস্ক: আইএফআইসি ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন জনাব মোঃ রফিকুল ইসলাম। তিনি ব্যাংকের হেড অব ব্রাঞ্চ বিজনেস হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) হিসেবে ব্যাংকের প্রিন্সিপাল, গুলশান ও ফেডারেশন ব্রাঞ্চের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে আইএফআইসি ব্যাংক-এ যোগদানের আগে তিনি ট্রাস্ট ব্যাংকে কর্মরত ছিলেন। জনাব ইসলাম ১৯৯৮ সালে প্রবেশনারি অফিসার হিসেবে এবি ব্যাংক এ কর্মজীবন শুরু করেন।
তিনি ঢাকা বিশ্বিবিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এছাড়াও এমবিএ ডিগ্রি অর্জন করার পাশাপাশি তিনি দেশে ও বিদেশে ব্যাংকিং বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ করেছেন।
কর্পোরেট সংবাদ/এএইচ