January 15, 2025 - 9:40 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদউদ্বোধন হলো আইপিডিসি’র সহযোগিতায় নির্মিত ‘নড়াইল এক্সপ্রেস জিম’

উদ্বোধন হলো আইপিডিসি’র সহযোগিতায় নির্মিত ‘নড়াইল এক্সপ্রেস জিম’

spot_img

কর্পোরেট ডেস্ক : ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’-এর উদ্যোগে এবং আইপিডিসি ফাইন্যান্স-এর সহযোগিতায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়-এর মাঠে নির্মিত ‘নড়াইল এক্সপ্রেস জিম’ গত ৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। জিমটির উদ্বোধন করেন আয়োজনের সভাপতি নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা এমপি ও আইপিডিসি ফাইন্যান্স-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স-এর অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামসসহ প্রতিষ্ঠানটির আরও কজন ঊর্ধতন কর্মকর্তা, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা গোলাম মোর্ত্তজা স্বপন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিকসহ ফাউন্ডেশনের আরও কিছু সদস্য, খেলোয়াড়সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি।

আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত এই জিমটির মূলমন্ত্র ‘সুস্বাস্থ্যের উল্লাসে জাগো উচ্ছ্বাসে’। সুস্বাস্থ্যের অধিকারী বিশ্বমানের খেলোয়াড় গড়ে তুলে এই জিম নড়াইলের ক্রীড়াঙ্গনকে গর্বিত করবে বলে উপস্থিতরা আশা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মাশরাফি বিন মোর্ত্তজা বলেন, “খেলোয়াড়দের উন্নত শারীরিক সক্ষমতা অর্জনের জন্য জিমের গুরুত্বের বিষয়টি উপলব্ধি করেই একটি অত্যাধুনিক জিম প্রতিষ্ঠার চিন্তা মাথায় আসে। খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধিতে এ জিম ব্যাপক ভূমিকা রাখবে। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন-এর যাত্রার প্রায় শুরু থেকেই আইপিডিসি আমাদের পাশে থেকেছে, সহযোগিতা করেছে। একটি ভালো মানের জিম নির্মাণের যে ইচ্ছা আমাদের ছিল তা পূরণেও আইপিডিসি আমাদেরকে সহায়তা করেছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।”

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের অবদান প্রসঙ্গে জানাতে গিয়ে তিনি আরও বলেন, “ফাউন্ডেশনটি একটি স্পোর্টস একাডেমি গঠন করেছে যেখানে ক্রিকেট, ফুটবল, ভলিবল ও অ্যাথলেটিক্সে খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়া হয়। সবাই হয়তো জাতীয় দলে খেলার সুযোগ পায় না, কিন্তু দক্ষ খেলোয়াড় হয়ে বিভাগভিত্তিক খেলাগুলোতে অংশগ্রহণ করে নিজেদের পরিবারকে অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী করছেন। অনেকেই এই ফাউন্ডেশনের প্রশিক্ষণ গ্রহণ শেষে খেলোয়াড় কোটায় সরকারি বাহিনীগুলোতে সুনামের সঙ্গে প্রতিনিধিত্ব করছেন, বয়সভিত্তিক খেলোয়াড় তৈরির পাশাপাশি যেটা বাড়তি মাত্রা যোগ করেছে প্রতিষ্ঠানটির জন্য।”

আইপিডিসি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশে চলমান অগ্রগতি তারুণ্যের মাধ্যমেই সাধিত হচ্ছে। তারুণ্যের সক্ষমতায় তাই বিশ্বাস রাখে আইপিডিসি। এ কারণেই একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে আইপিডিসি ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’-এর নানা উদ্যোগের সাথে শুরু থেকেই কাজ করে আসছে। ফাউন্ডেশনটির কাজগুলোর সাথে যুক্ত হওয়ার পেছনে প্রধান কারণ আমরা ভালো কাজের সাথে, তারুণ্যের অসামান্য শক্তির সাথে থাকতে চেয়েছি।

আমরা বিশ্বাস করি, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন-এর সুদক্ষ নেতৃত্বে নড়াইল জেলা থেকে বিশ্বমানের খেলোয়াড় উঠে আসবে এবং আগামীতে শুধু নড়াইল না বরং গোটা দেশের প্রতিনিধিত্ব বিশ্বমঞ্চে আমাদের মুখ উজ্জ্বল করবে।”

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে পৌরসভা হত্যা না অন্য কিছু হওয়া বিএনপির সদস্য আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন...

কর্ণফুলী ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি: হাইকোর্টের নিষেধাজ্ঞা কি উপেক্ষিত?

নিজস্ব প্রতিবেদক: হাইকোর্টের স্থগিতাদেশ উপেক্ষা করে কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার জন্য নতুন অ্যাডহক কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্রীড়াঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার...

কর্ণফুলীতে চলাচলের রাস্তা নিয়ে বিরোধে হত্যার হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলীতে চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী রশিদ আহমেদ (৬০) কর্ণফুলী থানায় সাধারণ ডায়েরি...

সাবেক পরিবেশ মন্ত্রী ও ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন ও তার ছেলে জাকির হোসেন জুমন'র দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার...

নির্বাচন সংস্কারে যেসব প্রস্তাব দিলো কমিশন

কর্পোরেট সংবাদ ডেস্ক : অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে সংবিধান সংস্কার কমিশন। বুধবার (১৫ জানুয়ারি) সকালে কমিশন...

রাজনৈতিক দলগুলোর মতের ভিত্তিতে সংস্কার বাস্তবায়ন: আইন উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বুধবার (১৫...

নতুন বই না পেয়ে কার্যালয়ে সহকারী হিসাব রক্ষককে লাঞ্ছিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী হিসাব রক্ষক জনি আইচকে তার কার্যালয়ে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে...

মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ‘উইনিং টুগেদার (একসাথে বিজয়লাভ)’ স্লোগানে গাজীপুরের চন্দ্রায় দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়েছে ‘ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫’। সামিটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...