বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীর সদর রোডস্থ কাকলীর মোড় সংলগ্ন সিটি করপোরেশনের মার্কেটের ছাঁদ থেকে বুধবার বিকালে রিয়া মনি (১৪) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে (রিয়া) নগরীর পলাশপুর এলাকার মোহাম্মদপুরের বাসিন্দা সোহরাফ মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে গেছে, মার্কেটের ছাঁদের এক কোনার কার্নিশে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহটি ঝুলতে দেখে স্থানীয়রা ৯৯৯ এ ফোন করেন। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যা।
কর্পোরেট সংবাদ/এএইচ