মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: চকরিয়া উপজেলার মাতামুহুরি নদী থেকে মহিসিন ভুট্টু নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস টিম ও চকরিয়া থানার পুলিশ।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীর উত্তর পাশের এলাকা হতে তার লাশটি উদ্ধার করা হয়।
মহসিন ভুট্টো (৪৫) চকরিয়া পৌরসভার ২ নং ওয়ার্ড হালকাকারা এলাকার খলিলুর রহমানের ছেলে।
ঘটনাস্থলে পরিদর্শন করে এই বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ।
পুলিশ ও ফায়ার সার্ভিস টিম এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে স্থানীয়রা নদীর কিনারে লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ এসে স্থানীয়দের সহায়তায লাশটি উদ্ধার করে।
চকরিয়া ফায়ার সার্ভিস টিমের সাব-অফিসার সেলিম উদ্দিন জানান, মাতামুহুরী নদীস্থ ব্রীজের পাশে লাশটি পাওয়া গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ বলেন, পুলিশ এ ব্যাপারে তদন্ত করতেছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।