মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের নাফনদী দিয়ে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ১ কেজি ৬৫গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও দেশীয়অস্ত্রসহ মোঃ দীল মোহাম্মদ (৫৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলা হ্নীলা রঙ্গীখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক কারবারি টেকনাফ হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার মৃত আব্দুস সালামের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২বিজিবির অধিনায়ক লে.কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ।
তিনি জানান, মিয়ানমার থেকে মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা আনোয়ার হোসেনের চিংড়ি ঘের এলাকায় অবস্থান নেয় বিজিবি। এ সময় মিয়ানমার থেকে কাঠের নৌকায় করে ৪/৫জন ব্যক্তিকে সীমান্তের দিকে আসতে দেখে বিজিবি নৌকা থামানোর সংকেত দেয়। বিজিবির উপিস্থিতি টের পেয়ে নৌকার আরোহীরা নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ধাওয়া করে এক জনকে একটি বস্তাসহ আটক করা হয়।
বস্তাটি তল্লাশি চালিয়ে ১ কেজি ৬৫ গ্রাম আইস ও ১টি দেশীয় তৈরী অস্ত্র (এলজি), ২ রাউন্ড তাজা কার্তুজ ও ১০হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আইনি প্রক্রিয়া শেষে জব্দ করা মাদক অস্ত্রসহ আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।