তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ অভিযান চালিয়ে ইসলামী ছাত্র শিবিরের মৌলভীবাজার জেলা সেক্রেটারি সহ ৩ শিবির নেতাকে আটক করেছে। শনিবার (২রা সেপ্টেম্বর) বিকেলে থানার অফিসার এসআই মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএমের নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- মৌলভীবাজার জেলা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি হাফিজ আলম হোসাইন (৩০), বড়লেখা উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি আবু হাসান (২৫) ও ছাত্র শিবির নেতা নাহিদ আহমদ (২১)।
৩ শিবির নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান রোববার সকালে যোগাযোগ করলে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। অভিযানের বিষয়টি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায়। এই ঘটনায় মামলা হয়েছে।রোববার (৩রা সেপ্টেম্বর) সকালে আসামিদের পুলিশি স্কট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।