সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানার আমশড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই ইউপি সদস্যসহ ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো, একই এলাকার আগরপুর গ্রামের ইউপি সদস্য বাবু আকন্দ (৫১), আমশড়া গ্রামের ইউপি সদস্য আতাউর রহমান (৫৫), আব্দুস ছালাম (৫২), খোর্দ্দশিমলা গ্রামের মজনু আলী শেখ (৩১) ও হিরো হোসেন (৩৩)
সলঙ্গা থানার ওসি এনামুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, এলাকার বিভিন্ন স্থানে এরা জুয়া খেলে আসছে দীর্ঘদিন ধরে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে জানান তিনি