মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে চকরিয়ায় সড়কে অন্তসত্বা মা ও মেয়ে নিহত হওয়ার ঘটনায় একজনকে আটক করেছে র্যাব।
বুধবার (৩০ আগস্ট) রাত ২টায় র্যাব ফোর্সেস সদর দপ্তরের গোয়েন্দা শাখার সার্বিক সহযোগিতায় র্যাব-১৫ এবং র্যাব-৭ যৌথ অভিযান চালিয়ে সীতাকুন্ড থানার ছোট কুমিরা এলাকা থেকে পলাতক আসামি মাসুদুর রহমান বাদশাকে গ্রেফতার করা হয়।
বুধবার (৩০ আগষ্ট) দুপুরে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক।
গ্রেফতারকৃত আসামির মাসুদুর রহমান বাদশা নোয়াখালী জেলার রফিকুল্লাহ ছেলে। চালক লরিটি দ্রুত ও বেপরোয়া গতিতে চালানোর কারনেই ওই দুর্ঘটনা সংঘঠিত হয়েছে বলে প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছে বলে জানান তিনি।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।