কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আবদুস সামাদ লাবুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ব্যাংকের চট্টগ্রাম জোন। শনিবার (২৬ আগস্ট) চট্টগ্রাম জোনাল অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জোনের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও নির্বাহীগণ নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আবদুস সামাদ বুকে শুভেচ্ছা জানান।
এসময় জোনের প্রধান মোহাম্মদ আজম, চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব মুহাম্মদ পিয়ারু এবং শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু চট্টগ্রাম জোনের শাখাসমূহের ব্যবসায়িক বিষয়ে আলোচনা ও বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।