গাজীপুর প্রতিনিধি: পরকিয়া, মাদক সেবন ও অসামাজিক কর্মকান্ডে বাধা দেয়ায় স্ত্রীকে হত্যা করে উড়না দিয়ে মরদেহ বসত ঘরের ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর ঘটনায় ঘাতক স্বামী মাসুদ রানাকে গ্রেফতার করেছে র্যাব ১ ।
গতকাল রাতে আশুলিয়ার একটি বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা ।
রোববার সকালে পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো: ইয়াসির আরাফাত হোসাইন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ২৮ জুলাই গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে লাশের ময়নাতদন্তে বেরিয়ে আসে পরকিয়া, মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপে বাধা দেয়ায় স্ত্রী হাফিজা আক্তারকে প্রথমে লাঠি দিয়ে আঘাত করে পরে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফ্যানের সাথে ঝুলিয়ে পালিয়ে যায় স্বামী মাসুদ রানা (৪৬)। বিগত দুইমাস সে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলো।
আসামী মাসুদ রানার নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে অপহরণ সহ তিনটি মামলা রয়েছে। ঘটনার সাথে জড়িত অন্য আসামীদের ধরতে চেষ্টা চলছে বলেও জানান তিনি।
কর্পোরেট সংবাদ/এএইচ